Advertisement
০৩ ডিসেম্বর ২০২৫
Restaurant

মাঝরাতেও কলকাতার যে সব রেস্তরাঁয় খাবার পাবেন

ভোজনরসিক? শখ করেই রাতের কলকাতার আমেজ নিতে খেতে বেড়িয়ে পড়েন? ভাল খাবার, অনেক রাত অবধি খোলা এবং নিরাপদ পরিবেশ— এমন রেস্তরাঁর হদিশ রইল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ১২:০০
Share: Save:
০১ ০৭
আপনি কি ভোজনরসিক? রাতদুপুরেও শহর ঢুঁড়ে বেড়ান ভাল স্বাদের খোঁজে? ব্যস্ত জীবনে অনেক সময়ই রাতবিরেতে রেস্তরাঁর দরকার পড়ে আমাদের। আবার কেউ বা শখ করেই রাতের কলকাতার আমেজ নিতে খেতে বেড়িয়ে পড়েন। ভাল খাবার, অনেক রাত অবধি খোলা এবং নিরাপদ পরিবেশ— এমন রেস্তরাঁর হদিশ রইল তাঁদের জন্য। ছবি: পিক্সঅ্যাবে।

আপনি কি ভোজনরসিক? রাতদুপুরেও শহর ঢুঁড়ে বেড়ান ভাল স্বাদের খোঁজে? ব্যস্ত জীবনে অনেক সময়ই রাতবিরেতে রেস্তরাঁর দরকার পড়ে আমাদের। আবার কেউ বা শখ করেই রাতের কলকাতার আমেজ নিতে খেতে বেড়িয়ে পড়েন। ভাল খাবার, অনেক রাত অবধি খোলা এবং নিরাপদ পরিবেশ— এমন রেস্তরাঁর হদিশ রইল তাঁদের জন্য। ছবি: পিক্সঅ্যাবে।

০২ ০৭
চাঙ্কি’জ: মাঝরাতে বার্গার, পিৎজা, স্যান্ডউইচে মন ভরাতে চান? তা হলে আপনার ঠিকানা হোক মহাবীর মন্দিরের কাছে ৪০ সি (প্রথম তল) পদ্মপুকুর রোডের চাঙ্কি’জ। রাত ৩ টে অবধি খোলা এই ভেজ রেস্তরাঁর পিৎজা না খেলে পস্তাবেন। করসমেত দু’জনের খাওয়ার খরচ ৫০০ টাকা। কম্বো ডিনারের সুবিধা আছে।

চাঙ্কি’জ: মাঝরাতে বার্গার, পিৎজা, স্যান্ডউইচে মন ভরাতে চান? তা হলে আপনার ঠিকানা হোক মহাবীর মন্দিরের কাছে ৪০ সি (প্রথম তল) পদ্মপুকুর রোডের চাঙ্কি’জ। রাত ৩ টে অবধি খোলা এই ভেজ রেস্তরাঁর পিৎজা না খেলে পস্তাবেন। করসমেত দু’জনের খাওয়ার খরচ ৫০০ টাকা। কম্বো ডিনারের সুবিধা আছে।

০৩ ০৭
মিডনাইট বাইটস: নামেই মালুম, এরা রাতের খিদের সামাল দেয়। এদের দু’টি শাখা। একটি নয়াপট্টি, সেক্টর ফাইভে। আর একটি ৩৫/১,এ জে সি বোস রোডে।  পিৎজা থেকে বিরিয়ানি, মোমো থেকে চিলি চিকেন— সবই পাবেন এখানে। দু’জন খেতে লাগবে করসমেত ৪০০ টাকা। চিলি চিকেনের টানে বহু মানুষই রাতবিরেতে ভিড় জমান এখানে।

মিডনাইট বাইটস: নামেই মালুম, এরা রাতের খিদের সামাল দেয়। এদের দু’টি শাখা। একটি নয়াপট্টি, সেক্টর ফাইভে। আর একটি ৩৫/১,এ জে সি বোস রোডে। পিৎজা থেকে বিরিয়ানি, মোমো থেকে চিলি চিকেন— সবই পাবেন এখানে। দু’জন খেতে লাগবে করসমেত ৪০০ টাকা। চিলি চিকেনের টানে বহু মানুষই রাতবিরেতে ভিড় জমান এখানে।

০৪ ০৭
সান্তা ডেলিভার্স: রাতবিরেতে  মোগলাই খানার খোঁজে ঢুঁ মারুন এদর টেক অ্যাওয়েতে।  এখানে রোল, চাউমিন বা ভারতীয় নানা রান্নাই মেলে, তবে এদের হাতযশ মোগল ঘরানার পদেই। দু’টি শাখা। সুইনহো স্ট্রিট ও এনপি, সেক্টর ৫-এ। মালাই কোফতা বা মশলা কুলচার ভক্ত হলে আর দেরি করবেন না! খোলা ভোর ৪টে পর্যন্ত। খরচ করসমেত ৫০০ টাকা (২ জন)।

সান্তা ডেলিভার্স: রাতবিরেতে মোগলাই খানার খোঁজে ঢুঁ মারুন এদর টেক অ্যাওয়েতে। এখানে রোল, চাউমিন বা ভারতীয় নানা রান্নাই মেলে, তবে এদের হাতযশ মোগল ঘরানার পদেই। দু’টি শাখা। সুইনহো স্ট্রিট ও এনপি, সেক্টর ৫-এ। মালাই কোফতা বা মশলা কুলচার ভক্ত হলে আর দেরি করবেন না! খোলা ভোর ৪টে পর্যন্ত। খরচ করসমেত ৫০০ টাকা (২ জন)।

০৫ ০৭
এফ4ইউ: সোজা কথায় ফুড ফর ইউ। আর আপনার জন্য এরা মেনু সাজিয়েছে বাটার চিকেন, রাজমা, রুটি, কাবাব ইত্যাদি দিয়ে। তবে এখানে মেথি মুর্গ খেলে তার স্বাদ ভুলবেন না সহজে! ৫৪/১ বি, অঞ্জুমান বেগম রো-এর এই রেস্তরাঁ খোলা পাবেন রাত ৩ টে অবধি। দু’জন খেতে লাগবে করসমেত ৪৫০ টাকা।

এফ4ইউ: সোজা কথায় ফুড ফর ইউ। আর আপনার জন্য এরা মেনু সাজিয়েছে বাটার চিকেন, রাজমা, রুটি, কাবাব ইত্যাদি দিয়ে। তবে এখানে মেথি মুর্গ খেলে তার স্বাদ ভুলবেন না সহজে! ৫৪/১ বি, অঞ্জুমান বেগম রো-এর এই রেস্তরাঁ খোলা পাবেন রাত ৩ টে অবধি। দু’জন খেতে লাগবে করসমেত ৪৫০ টাকা।

০৬ ০৭
ভুখাদ: মাঝে মাঝেই পাতে মাটন শিক কাবাব না পেলে মনখারাপ হয়? তা হলে কলকাতার নামী রেস্তরাঁর পাশে ভুখাদকেও ভুলবেন না! রাত ৩ টে অবধি খোলা ১/১ ক্রিমেটোরিয়াম স্ট্রিটের এই রেস্তরাঁ। এগ স্যান্ডউইচ, ক্রিসপি চিলি বেবি কর্ণ, নুডুলস দিয়েও সারতে পারেন ভরপেট ডিনার। দু’জন থেকে খরচ পড়বে ৫০০ টাকা।

ভুখাদ: মাঝে মাঝেই পাতে মাটন শিক কাবাব না পেলে মনখারাপ হয়? তা হলে কলকাতার নামী রেস্তরাঁর পাশে ভুখাদকেও ভুলবেন না! রাত ৩ টে অবধি খোলা ১/১ ক্রিমেটোরিয়াম স্ট্রিটের এই রেস্তরাঁ। এগ স্যান্ডউইচ, ক্রিসপি চিলি বেবি কর্ণ, নুডুলস দিয়েও সারতে পারেন ভরপেট ডিনার। দু’জন থেকে খরচ পড়বে ৫০০ টাকা।

০৭ ০৭
আজাদ হিন্দ: গোটা শহর জুড়েই এদের নানা শাখা। তবে নিউ টাউন অ্যাকশন এরিয়া ২ ও বালিগঞ্জ সার্কুলার রোডের শাখা দু’টি খোলা থাকে রাত দেড়টা পর্যন্ত। ভিড় থাকলে রাত ২টো অবধিও খোলা পাবেন। প্রায় সব ধরনের খাবারই পাবেন। পকেটসই দামে একটু অন্য স্বাদ আনতে এখানে ঘুরে আসতেই পারেন। দু’জনে খাইখরচ কর-সহ ৬০০ টাকা।

আজাদ হিন্দ: গোটা শহর জুড়েই এদের নানা শাখা। তবে নিউ টাউন অ্যাকশন এরিয়া ২ ও বালিগঞ্জ সার্কুলার রোডের শাখা দু’টি খোলা থাকে রাত দেড়টা পর্যন্ত। ভিড় থাকলে রাত ২টো অবধিও খোলা পাবেন। প্রায় সব ধরনের খাবারই পাবেন। পকেটসই দামে একটু অন্য স্বাদ আনতে এখানে ঘুরে আসতেই পারেন। দু’জনে খাইখরচ কর-সহ ৬০০ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy