Advertisement
২০ এপ্রিল ২০২৪
Lifestyle News

বারবার ওজন বাড়া-কমা বাড়িয়ে দেয় হার্ট অ্যাটাকের ঝুঁকি

ওজন কমানোর চেষ্টা সকলেই করে থাকেন। তবে যদি আপনার হার্টের সমস্যা থাকে, তা হলে কিন্তু ওজন কমানোর কথা ভাবলে আগে থেকে সাবধান হয়ে যেতে হবে। কারণ, ওজন কমানো মানে কিন্তু শুধুই রোগা হওয়া নয়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ১০:৫৪
Share: Save:

ওজন কমানোর চেষ্টা সকলেই করে থাকেন। তবে যদি আপনার হার্টের সমস্যা থাকে, তা হলে কিন্তু ওজন কমানোর কথা ভাবলে আগে থেকে সাবধান হয়ে যেতে হবে। কারণ, ওজন কমানো মানে কিন্তু শুধুই রোগা হওয়া নয়। এর ফলে পরিবর্তিত হয় বিভিন্ন শারীরিক বিষয়। যা বাড়িয়ে দিতে পারে হার্টের সমস্যার ঝুঁকি।

যাদের ওজন খুব বেশি ওঠা-নামা করে, অর্থাত্ কখনও মোটা হয়ে যাচ্ছেন, কিছু দিন কসরত্ করে ওজন কমাচ্ছেন, তারপর আবার যেই কে সেই। এই ভাবে বার বার চলতে থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। যদি মাত্র চার বছর সময়ের ব্যবধানে কারও ওজন খুব বেশি বাড়ে-কমে তা হলে এই ঝুঁকি আরও মারাত্মক হতে পারে। চটজলদি ওজন কমিয়ে ফেলার ডায়েটের কারণেই এই সমস্যা বাড়ছে বলে মনে করছেন তারা। এই সব ডায়েট যেমন অস্বাস্থ্যকর, তেমনই ছেড়ে দেওয়ার পর আবার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনাও খুব বেশি। অনেক ক্ষেত্রেই এই সব ডায়েট সম্পূর্ণ সুস্থ মানুষের হার্টের সমস্যা ডেকে আনতে পারে। আর যাদের আগে থেকেই হার্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই ডায়েট হয়ে উঠতে পারে ভয়াবহ।

এই গবেষণায় অংশগ্রহণ করেছিলেন ৯,৫০০ জন। যারা প্রত্যেকেই হঠাত্ করেই হার্টের অসুখে আক্রান্ত হয়েছেন। দেখা গিয়েছে চার বছর সময়ের মধ্যে গড়ে এদের ১২ বার করে ওজন ওঠা-নামা করেছে।

আরও পড়ুন: অল্প বয়সে বেশি অ্যান্টিবায়োটিক বাড়িয়ে দেয় ক্যানসারের ঝুঁকি

বুধবার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Heart Attack Stroke Weight Loss
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE