কথায় বলে, সমস্ত ঝকঝকে জিনিসই যে সোনা তা নয়, কিন্তু এ কথাও সত্যি যে সমস্ত ঝকঝকে জিনিস আপনার নজর কাড়বে অবশ্যই। ভারতের সবচেয়ে বড় ডেকর এবং পেই ন্টিং কম্পানি এশিয়ান পেইন্টস, সম্প্রতি একটি দারুন অফার নিয়ে চলে এসেছে যার নাম রয়্যাল গ্লিটজ - যা আপনার বাড়ির দেওয়ালকে এক ঝলকে করে তুলবে মোহময় এবং সুন্দর।
এর টেফলন সারফেস প্রোটোক্টর বাড়ির দেওয়ালের সমস্ত দাগ তুলে দেয় খুব সহজেই। নতুন রয়্যাল গ্লিটজ-এর আল্ট্রা শীন আপনার বাড়ির দেওয়ালকে অনেক বেশি সমৃদ্ধ এবং একটি সুন্দর চকচকে ফিনিশ দেবে যা নিঃসন্দেহে আপনার বাড়ির নজর কাড়বেই।
রয়্যাল ফিচারের বৈশিষ্ট:
রয়্যাল গ্লিটজ হল একটি সমৃদ্ধশীল ইন্টেরিয়র পেইন্ট যা বাড়ির দেওয়ালকে সর্বদা একটি আল্ট্রা শীন-এর ছোঁয়া দেয়। যার ফলে উপভোক্তার বাড়ি হয়ে ওঠে আরও বেশি সুন্দর ও লোভনীয়।
এর প্রধান বৈশিষ্ট্যগুলি হল:
আল্ট্রা শীন - বাড়িকে ঝাঁ চকচকে করে তোলে
দাগ প্রতিরোধী - দাগের বিরুদ্ধে কাজ করে এবং সহজেই দাগ তুলতে সাহায্য করে।
রয়্যাল ডিজাইনার প্যালেটে রয়েছে ৩৫টি ডিজাইনার শেড। এই শেডগুলি সম্পূর্ণভাবে নিজস্ব ডিজাইন করা এবং বাড়ির দেওয়ালকে দেবে একটি অত্যাধুনিক লুক।
সম্প্রতি এশিয়ান পেইন্টস তাদের টিভিসি লঞ্চ করেছে। যেখানে দেখা গিয়েছে রয়্যাল গ্লিটজের কামাল। বিজ্ঞাপনটিতে রয়েছেন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর দীপিকা পাদুকোন। শো স্টপিং পোজের সঙ্গে ফ্যাশন ফটোশ্যুট। সব মিলিয়ে এক কথায় বিজ্ঞাপনটিকে আরও অনবদ্য করে তুলেছেন দীপিকা।
ব্যাকগ্রাউন্ডে চলছে বার বার দেখো, আর চোখে মুখে হাসির ঝলক। এই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে কীভাবে দীপিকার থেকে স্পটলাইট ছিনিয়ে নিয়েছে দেওয়াল। যা দেখে চমকে গিয়েছেন দীপিকাও।
তা হলে আর অপেক্ষা কীসের? রয়্যাল গ্লিটজের সাহায্যে নিজের বাড়ির দেওয়ালগুলিকে আজই দিন এক অনন্য লুকস। বিশদে জানতে এখনই ভিজিট করুন এশিয়ান পেইন্টস - রয়্যাল গ্লিটজ।