Advertisement
২৭ এপ্রিল ২০২৪

চুল পড়া রুখতে মাখুন পেয়ারা পাতার রস

আপেলের সমান উপকারি এই ফলটি শুধু যে স্বাস্থ্যই ঠিক রাখে তা নয়, চুল পড়া রুখতেও কিন্তু এর জুড়ি মেলা ভার। তবে ফল বললে বোধহয় একটু ‘মিসগাইড’ করা হবে। বিশেষজ্ঞদের মতে, পেয়ারা পাতার রস করে চুলে লাগালে চুল পড়া তো কমবেই, উপরি পাওনা মসৃন এবং ঝকঝকে চুল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৬ ১১:১৮
Share: Save:

আপেলের সমান উপকারি এই ফলটি শুধু যে স্বাস্থ্যই ঠিক রাখে তা নয়, চুল পড়া রুখতেও কিন্তু এর জুড়ি মেলা ভার। তবে ফল বললে বোধহয় একটু ‘মিসগাইড’ করা হবে। বিশেষজ্ঞদের মতে, পেয়ারা পাতার রস করে চুলে লাগালে চুল পড়া তো কমবেই, উপরি পাওনা মসৃন এবং ঝকঝকে চুল।

আরও পড়ুন: সেক্স লাইফকে সুন্দর করতে এই খাবারগুলো মাস্ট

বিশেষজ্ঞদের মতে, পেয়ারা পাতা ভিটামিন বি এবং মিনারেলে ভরপুর। ভিটামিন বি চুলকে স্বাস্থ্যকর বানায়। আর এতে থাকা ভিটামিন বি-২ নষ্ট হয়ে যাওয়া হেয়ার রুটের কোষ মেরামতি করে চুলকে মসৃণ করে তোলে।

তবে পেয়ারা পাতার রস সরাসরি চুলের গোড়ায় না দেওয়াই ভাল। অনেকগুলো পরিষ্কার পেয়ারা পাতা নিয়ে তা ১ লিটার জলে ফুটিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট সেই জল ফুটতে দিন। এতে পেয়ারা পাতার সমস্ত গুণাগুন জলে চলে আসবে। পরে ঠান্ডা করে জল ছেঁকে একটা শিশিতে ভরে রাখতে পারেন। রোজ স্নানের কিছু আগে চুলের গোড়া এবং পুরো চুলে ভাল করে লাগিয়ে নিন।

কয়েক মাসের মধ্যে নিজেই তফাৎটা বুঝতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

life style guava leaves hair loss
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE