Advertisement
২৬ এপ্রিল ২০২৪
DIY

চাল ভিজানো জল কেন চুলে লাগাবেন? জেনে নিন প্রাচীন চিনা মহিলাদের লম্বা চুলের রহস্য

চুলের পরিচর্যায় চাল ভিজানো জলের ব্যবহার এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। তবে প্রাচ্যের মহিলারা বহু যুগ ধরে এই টোটকা ব্যবহার করে আসছেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহিত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৭:৩১
Share: Save:

প্রাচীন চিনে একটি ছোট্ট গ্রামের মহিলারা চাল ধোওয়া জল দিয়ে তাঁদের চুল ধুতেন। তাঁদের প্রত্যেকেরই চুল প্রায় ৬ ফিট লম্বা! এই গল্প ছেয়ে যায় নেটমাধ্যমে। তারপর থেকে বিশ্বজুড়ে প্রভাবীরা ব্যবহার করা শুরু করেন এই টোটকা। সাধারণ মানুষের মধ্যে এর জনপ্রিয়তা বাড়ে, যখন কিম কার্দাশিয়ান তাঁর ব্লগে এই টোটকার কথা বলেন।

তবে চাল ধোওয়ার জলের উপকারিতা অনেক। কেশবতী রাজকন্যার মতো লম্বা চুল না হলেও চুলের স্বাস্থ্যের পক্ষে ভাল। ভিটামিন বি, সি আর ই থাকে এই জলে। চুলের গোড়া শক্ত করতে এর প্রত্যেকটাই উপকারী। চুলের প্রোটিনের জন্য যে ১৮টা অ্যামিনো অ্যাসিড প্রয়োজন, তার ৮টা রয়েছে এই জলেই।

কী করে বানাবেন

১। এক কাপ চাল নিয়ে নোংরা বেছে নিন।

২। ২-৩ বার করে চালটা ধুয়ে নিন জলে।

৩। একটা শিশিতে এক কাপ জল নিন। ধোওয়া চাল এর মধ্যে মিশিয়ে নিন।

৪। শিশির ঢাকনা আটকে ভাল করে ঝাকিয়ে নিন। যতক্ষণ না জলটা দুধের মতো ঘোলাটে হয়ে যায়।

৫। ২৪ ঘণ্টা শিশিটা সরিয়ে রাখুন।

৬। ২৪ ঘণ্টা পর জল ছেঁকে আলাদা করে রেখে দিন।

কী ভাবে লাগাবেন

যে কোনও হেয়ার মাস্কের মতোই। চুল সামান্য ভিজিয়ে মাথার তালুতে আঙুল দিয়ে এই জল ম্যাসাজ করে নিন। যে কোনও রকমের চুলের জন্য এই টোটকা দারুণ কাজ করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE