যত সময় গড়াচ্ছে, ততই আরও বেশি করে ডিজ়িটাল পেমেন্টের দিকে ঝুঁকছে আমজনতা। বাড়ছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইয়ের লেনদেন। গৃহস্থালির পণ্য কেনা থেকে শুরু করে খাবার বা ওষুধ, এমনকি বিল পেমেন্টের ক্ষেত্রেও অনেকেই এই প্রযুক্তিটি ব্যবহার করছেন। কিন্তু সে তো গেল এ দেশে। যদি বিদেশে গিয়ে ইউপিআই ব্যবহার করতে চান, তা হলে কি সম্ভব?
ভারত ছাড়াও এখন বিশ্বের একাধিক দেশে চালু হয়ে গিয়েছে ইউপিআই পরিষেবা। কেন্দ্রীয় সরকারই এই সুবিধা করে দিয়েছে। ফ্রান্স, ভুটান, নেপাল, ওমান, মালয়েশিয়া, হংকং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, কম্বোডিয়া, জাপান, ইউরোপ-সহ আরও নানা দেশে গেলেই পাওয়া যাবে ইউপিআই পরিষেবা। সেখানে কী ভাবে ইউপিআই আইডি লিঙ্ক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সংযুক্ত করবেন, কী ভাবে টাকা পাঠাবেন, তার খুঁটিনাটি জেনে নিন।
দেশের বাইরে গিয়ে ইউপিআই ব্যবহার করবেন কী ভাবে?
প্রথমে ইউপিআই অ্যাপ খুলুন। ফোন পে, গুগ্ল পে বা যে ইউপিআই অ্যাপ আপনি ব্যবহার করেন, সেটি খুলুন।
আরও পড়ুন:
এ বার আপনার ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি সংযুক্ত করুন।
ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হওয়ার পরে আপনি যে অ্যাকাউন্টে টাকাপয়সার লেনদেন করতে চান সেটি সংযুক্ত করুন। গ্রহীতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইবিএএল ও বিআইসি সংযুক্ত করতে হবে।
এর পর ইউপিআই পিন দিলে অ্যাকাউন্ট সেট হয়ে যাবে।
টাকা পাঠানোর সময়ে কত টাকা পাঠাবেন ও কোন মুদ্রায় সেটি নির্বাচন করে নিতে হবে।
খেয়াল রাখতে হবে, যে সব ব্যাঙ্কে আন্তর্জাতিক লেনদেনের ব্যবস্থা রয়েছে, সেই অ্যাকাউন্টেই ইউপিআই ব্যবহার করা যাবে। তা না হলে লেনদেন হবে না। এরই সঙ্গে আপনার টাকা বিদেশি মুদ্রায় বদল ও তার জন্য ব্যাঙ্কের চার্জও আলাদা দিতে হবে। তাই বাইরের দেশে গিয়েও যদি ইউপিআইতে টাকাপয়সার লেনদেন করতে চান, তা হলে আন্তর্জাতিক লেনদেনের পরিষেবাটি চালু করে নিতে হবে।