বছরশেষে বাড়িতেই পার্টি করার পরিকল্পনা করেছেন। সে জন্য ঘর সাজানোর কাজও শুরু করেছেন। কিন্তু চিন্তা ছোটদের নিয়ে। গোটা রাত জেগে বা অনেক রাত অবধি পার্টি করতে চাইলে, ছোটরাও তাতে শামিল হতেই চাইবে। রাত জাগার বায়নাও করবে। কী ভাবে তাদের সামলাবেন? বকাবকি না করেই তাদের সহজে ঘুম পাড়ানোর কিছু উপায় জেনে রাখা ভাল।
পার্টির রাতে ছোটদের সামলানোর কিছু উপায়
ছোটদের ‘সেলিব্রেশন’
ছোটদের পক্ষে মধ্যরাত অবধি জেগে থাকা কষ্টকর। আর রাত জাগলে তাদের শরীরেও এর প্রভাব পড়বে। তাই সন্ধ্যা ৮টা-৯টার সময়েই নকল কাউন্টডাউনের আয়োজন করুন। শুধু ছোটদের জন্যই কেক কেটে, বেলুন ফাটিয়ে উদ্যাপন করুন। ছোটদের জন্য নাচগানের আয়োজনও করুন। এতে তারা বুঝবে পার্টি ওই সময়েই চলছে। সন্ধ্যাবেলা হইহুল্লোড় করে ক্লান্তও হয়ে পড়বে। আর রাত জাগার বায়না করবে না।
আরও পড়ুন:
মজার খেলা
সৃজনশীল কিছু কাজে ব্যস্ত রাখুন খুদেকে। একটি কার্ডবোর্ডের বাক্স সাজিয়ে তাতে পরিবারের সবাই আগামী বছরে কে কী নতুন করতে চান, তা ছোট কাগজে লিখে ফেলতে বলুন। এই সাজানোর দায়িত্ব দিন ছোটদের।
রঙিন কাগজ, আঠা আর চুমকি দিয়ে তাদের পার্টির টুপি বা মাস্ক তৈরি করতে দিন। সে কাজেই তারা ব্যস্ত থাকবে।
গত এক বছরে তাদের কাটানো সেরা মুহূর্তগুলির ছবি আঁকতে বলুন, অথবা সেই গল্পগুলি লিখতে বলুন। কে সবচেয়ে ভাল ছবি আঁকল বা গল্প লিখল, তাকে পুরস্কার দিন। এই ভাবে তারাও নিজেদের কাজে ব্যস্ত থাকবে।
ঘরের বিভিন্ন কোণায় বা সোফার নীচে কিছু চকোলেট বা ছোট খেলনা লুকিয়ে রাখুন। মজার সঙ্কেত দিয়ে তাদের খুঁজে বার করতে বলুন। এই খেলা তাদের বুদ্ধির বিকাশ ঘটাবে এবং বেশ খানিকটা সময় ব্যস্তও রাখবে।
শিশুর পছন্দের কোনও কার্টন বা অ্যানিমেটেড সিনেমা চালিয়ে দিন। সঙ্গে থাকুক পপকর্ন, ফলের রস বা তাদের প্রিয় কোনও স্বাস্থ্যকর স্ন্যাক্স। সিনেমা দেখার আবহে তারা এক জায়গায় শান্ত হয়ে বসে থাকবে।
পার্টির হইহুল্লোড়ের মাঝেও তাদের ঘুমের জন্য আলাদা ব্যবস্থা করুন। সে জায়গায় এমন আবহ তৈরি করুন, যাতে শিশুরা সেখানে থাকতে পছন্দ করে। যেমন ছোট তাঁবু তৈরি করে দিন। তার ভিতরে ভাল করে বিছানা পাতা থাকবে। বিছানার চাদর ও বালিশের কভারে তাদের পছন্দের কার্টুন থাকলে ভাল হয়। তাঁবুর ভিতরে মৃদু আলো জ্বালিয়ে দিন। ছোটদের একসঙ্গে সেখানেই থাকতে বলুন। তাঁবুতে শোয়ার আকর্ষণে তারা তাড়াতাড়ি সেখানে চলে যাবে।