অফিস যাওয়া প্রায় বন্ধ। সঙ্গে ক্ষণে ক্ষণে বিপদের বার্তা। মৃত্যু। এমন সময়ে বাড়ির চার দেওয়ালের মধ্যে আটকে থেকে মন অস্থির হয়ে উঠছে অনেকের। নিজের হাতে যেটুকু আছে, তা করা যাক। এত অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও যাতে অন্তত ভাল রাখা যায় মন। তার জন্য অন্দরসজ্জায় নজর দেওয়া যাক।
অনেক খাটনির কাজ যে এখন করা সম্ভব নয়, তা সকলেই জানেন। বাড়ি থেকে বেশি বেরোনো যাবে না। তবে যা করা যায়, তা হল অল্পের মধ্যে গুছিয়ে থাকা।
গাছ