Advertisement
E-Paper

বাথরুম না কি বসার ঘর? আশ্চর্য অন্দরসজ্জায় তাক লাগিয়ে দেয় ৫ তারকার স্নানঘর! রইল ছবি

তারকাদের স্নানঘরের সজ্জার সঙ্গে মিলিয়ে নিজের বাথরুম সাজানো হয়তো অধিকাংশের জন্যই দূরকল্পনা, কিন্তু সাধারণের মনে তারকাদের অন্দরমহলের সজ্জা নিয়ে কৌতূহল থাকে। তাই চোখ রাখতে পারেন পাঁচ খ্যাতনামীর বাথরুমের সজ্জায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৩:৩৮
চোখ রাখুন পাঁচ খ্যাতনামীর বাথরুমের সজ্জায়।

চোখ রাখুন পাঁচ খ্যাতনামীর বাথরুমের সজ্জায়। ছবি: সংগৃহীত।

কোথাও ঝাড়লণ্ঠন, কোথাও আবার মস্ত সোফা! তাঁরা যে তারকা, তাই তাঁদের স্নানঘরও যেন তারকাখচিত। হলিউডের তিন এবং বলিউডের দুই নায়িকার বাথরুমের ছবি দেখলে চমকে যেতে হয়। যদিও হলিউডের অভিনেত্রীদের সঙ্গে তুলনা করলে, বলিউডের অভিনেত্রীদের বাথরুমও ছোট মনে হবে।

এই তারকাদের স্নানঘরের সজ্জার সঙ্গে মিলিয়ে নিজের বাথরুম সাজানো হয়তো অধিকাংশের জন্যই দূরকল্পনা, কিন্তু সাধারণের মনে তারকাদের অন্দরমহলের সজ্জা নিয়ে কৌতূহল থাকে। তাই চোখ রাখতে পারেন পাঁচ খ্যাতনামীর বাথরুমের সজ্জায়। সামগ্রিক না হলেও টুকটাক জিনিসের সজ্জার অনুসরণ করতেই পারেন নিজের বাথরুমে।

সোনম কপূর: ডিজ়াইনের প্রতি যাঁদের আগ্রহ রয়েছে, তাঁদের জন্য বলি তারকা সোনম কপূরের বাথরুম যেন স্বর্গরাজ্য। দেওয়ালে সাঁটানো রয়েছে গাঢ় নীল রঙের উপর ফুল-ছাপ দেওয়া ওয়ালপেপার। তাতে ঝলমল করছে একাধিক আয়না। বেসিনে সোনার কল। টিপটপ সাজানো বাথরুমের সামগ্রী।

সোনম কপূরের বাথরুম।

সোনম কপূরের বাথরুম। ছবি: সংগৃহীত।

ক্যাটরিনা কইফ: বলি তারকা ক্যাটরিনা কইফের নিজের বাড়ির বাথরুম তুলনায় ছিমছাম। ওয়াশবেসিন ক্যাবিনেট, কাঠের ওয়াল হুক, কাঠের তাক দিয়ে সুন্দর করে সাজানো তাঁর বাথরুম। গোটা বাথরুমের থেকে স্নানের কোণটি আলাদা করা হয়েছে কাচের দরজা দিয়ে।

ক্যাটরিনা কইফের বাথরুম।

ক্যাটরিনা কইফের বাথরুম। ছবি: সংগৃহীত।

জিজি হাদিদ: হলি তারকা জিজি হাদিদের বাথরুমের আয়তন দেখে বিস্ময় জাগতে পারে। নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টের এই বাথরুম দু’টি ঘরের সমান। স্নানঘরে বাথটব, শাওয়ারের পাশে তোয়ালের বাহার। কাচের দরজা দিয়ে আলাদা করা ওয়াশবেসিন ক্যাবিনেট। দামি মার্বেল এবং কাঠ দিয়ে বানানো ক্যাবিনেটের উপর লম্বা আয়না আড়াআড়ি ভাবে আটকানো। বিশেষ নজর কাড়ে আলোকসজ্জা।

জিজি হাদিদের বাথরুম।

জিজি হাদিদের বাথরুম। ছবি: সংগৃহীত।

ডেমি মুর: বাথরুম, না কি বসার ঘর? প্রথম নজরে ধন্দে পড়তে পারেন। কারণ ছবিতে দেখা যাচ্ছে, হলি নায়িকা ডেমি মুর মস্ত সোফায় বসে টেবিলে ল্যাপটপ রেখে কাজ করছেন। কিন্তু ভাল করে দেখলে বোঝা যাবে, তারই এক কোনায় কমোড বসানো, আর পিছনে ওয়াশবেসিনের ক্যাবিনেট। পাশে সাজগোজের সরঞ্জাম।

ডেমি মুরের বাথরুম।

ডেমি মুরের বাথরুম। ছবি: সংগৃহীত।

কেট হাডসন: রাজকীয় বাথরুম বানিয়েছেন হলি নায়িকা কেট হাডসন। ঝাড়লণ্ঠন থেকে শুরু করে গোলাপি রঙের ভাঁজ ভাঁজ পর্দা। ফুল-ছাপ দেওয়া ওয়ালপেপার সাঁটানো দেওয়ালে। বাথটবের পাশে আবার কাচের দরজা দিয়ে আলাদা করা স্নানঘর। বাথরুমেই রাখা ত্রিকোণ টেবিল। আর নীচে স্নানের সরঞ্জাম।

কেট হাডসনের বাথরুম।

কেট হাডসনের বাথরুম। ছবি: সংগৃহীত।

Home Decoration bathroom décor Bathroom Decor Tips Bollywood celebrities bathroom Hollywood celebrities bathroom
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy