টবে সুন্দর ফুলগাছ বা পাতাবাহার গাছ কিনে আনলেন, কিন্তু ক’দিন পর থেকেই দেখলেন তা শুকিয়ে যেতে বসেছে। জল দিয়ে, সার দিয়েও যখন সাধের গাছটি বাঁচে না, তখন যে কী কষ্ট হয়, তা আর বলে বোঝানোর নয়। অনেককেই বলতে শুনবেন, যে তাঁদের হাতে গাছ ভাল হয় না। আসলে হাতের গুণ নয়, বরং এমন কিছু ভুল হয়, যাতে গাছ খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে থাকে। একেকটি গাছের জন্য একেক রকম পরিবেশ দরকার। তাই গাছের যদি শখ থাকে, তা হলে জেনে নিন ঠিক কোন কোন কারণে আপনার বাড়ির গাছগুলি বাঁচছে না। কোন কোন ভুল শুধরে নেবেন।
সঠিক টব বাছছেন তো?
গাছের চারার ধরন অনুযায়ী টব বাছতে হবে। খুব ছোট টব না কিনে মাঝারি মাপের টব দিয়েই শুরু করুন। যদি দেখেন, গাছের বৃদ্ধি থেমে গিয়েছে, পাতাগুলি বিবর্ণ হয়ে যাচ্ছে, যতই জল দিন না কেন, দ্রুত মাটি শুকিয়ে যাচ্ছে, তা হলে বুঝতে হবে শিকড় বেড়ে গিয়ে পুরো টবে ছড়িয়ে পড়েছে। গাছটিকে তখন আরও একটু বড় আকারের টবে রাখুন। যদি শুরুতে ৮ বা ১২ ইঞ্চি ব্যাসের টব নেন, তা হলে ১৬ ইঞ্চি ব্যাসের টবে গাছটিকে সরিয়ে নিয়ে যেতে হবে।
আরও পড়ুন:
টবের নিকাশি ব্যবস্থা দেখে নিন
টবের ছিদ্র দিয়ে বাড়তি জল বেরোচ্ছে কি না, সেটা দেখে নিতে হবে। গাছের গোড়ায় জল জমে থাকলেই গাছ নষ্ট হয়ে যাবে। যদি দেখেন, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তা হলে বুঝতে হবে বেশি জল দিয়ে ফেলছেন। সব গাছের জল শোষণ ক্ষমতা সমান নয়। যে গাছের কম, তাতে কম জলই দিতে হবে। না হলে বাড়তি জল গাছের গোড়ায় জমে থাকবে।
জমে থাকা জল ফেলুন নিয়ম করে
বর্ষাকাল মানেই ঘন ঘন বৃষ্টি। বৃষ্টির জল টবে জমা হতে থাকে। এর ফলে মশার জন্ম হয়। আবার কিছু গাছ রয়েছে যেগুলি বেশি জল সহ্য করতে পারে না। তাই সে দিকে একটু বেশি নজর দেওয়া জরুরি। বৃষ্টি হলেই টবে জমে থাকা জলটি ফেলে দিয়ে পরিষ্কার করুন। টবে অতিরিক্ত জল কখনও জমতে দেবেন না।
রোদ চাই
কিছু গাছ ছায়াতেই দিব্যি বেঁচে থাকে। কিছু গাছ আবার একটু বেশিই রোদ চায়। ঘরের ভিতরে বাঁচে যে গাছগুলি, সেগুলি ছায়াবান্ধব হয়। বেশি রোদে রাখলে পাতা শুকিয়ে যাবে। তাই ঘরের কোনদিকে বেশি রোদ আসছে, তা বুঝে নিয়ে গাছ রাখুন। তবে ‘ইনডোর প্ল্যান্ট’ হলেও মাঝেমধ্যে রোদে রাখতেই হবে।