বাড়ি নতুন হোক কিংবা পুরনো, সাজিয়েগুছিয়ে রাখতেই সবাই ভালবাসেন। ঘরের অন্দরসজ্জা মনের মতো না হলে, মন-মেজাজ কোনওটাই ভাল থাকে না। অনেকেই গোটা বাড়ি নিজের হাতেই সাজান। তবে ভালবেসে, যত্ন নিয়ে ঘর সাজালেও অনেক সময় কিছু ভুল হয়ে যায়। তার অন্যতম কারণ আসলে সঠিক পরিকল্পনার অভাব। নতুন বাড়ির সাজসজ্জা নিজের হাতে করার আগে জেনে নিন, কোন ভুলগুলি এড়িয়ে গেলে পরে আর আফসোস করতে হবে না।
১) দেওয়ালের রং বাছার সময় অত্যন্ত সতর্ক থাকা জরুরি। কোনও রং দেখে পছন্দ হলে সেটাই নির্বাচন করে নেবেন না। ঘরে কোন রংটি মানাবে, সেটা এক বার ভেবে দেখুন। ধূসর কোনও রং ঘরের জন্য বাছাই না করাই ভাল। ঘরে কতটা আলো ঢুকছে, ঘরের পরিমাপ কতটা বড়— সেই সব বিবেচনা করে তার পরেই রং কিনুন।
২) এখন দেওয়ালের রঙের উপর নানা রকম আঁকিবুকি বেশ ট্রেন্ডিং। এ ছাড়া রকমারি নকশার ওয়ালপেপার দিয়ে দেওয়াল সাজাতেও পছন্দ করেন কেউ কেউ। তবে ঘরের সাজসজ্জার সঙ্গে মানানসই হবে, এমন নকশার ওয়ালপেপার বা ওয়াল আর্ট বাছাই করতে হবে। খুব বেশি জমকালো হলে কিন্তু বাড়ির সাজ বিগড়ে যেতে পারে।
৩) ঘরের আসবাব কোথায় রাখবেন, সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। একাধিক আসবাবে ঘর ভরিয়ে ফেললে চলবে না। ঘরের পরিমাপ বুঝে আসবাব কিনতে হবে। আগে আসবাব নির্বাচন করে তার পর দেওয়ালে কোন রং করাবেন, সেটা ঠিক করুন। তা হলে আর কোনও সমস্যা হওয়ার কথা নয়।
৪) অনেকে একই রঙে ঘর সাজাতে ভালবাসেন। বিছানার চাদর থেকে পাপোস, পর্দার কাপড় থেকে আলমারি— সবেতেই এক রং করাতে চান। ঘরের মধ্যে রঙের বৈচিত্র থাকলে তবেই দেখতে ভাল লাগে। তাই একটি রঙের পিছনে না ছোটাই ভাল।
৫) বাড়ির পর্দা সব সময় লম্বা হওয়া জরুরি। পর্দা কখনও ছোট লাগাবেন না। পর্দা যদি দরজা কিংবা জানলা উচ্চতার তুলনায় ছোট হয়, তা হলে তা দেখতে ভাল লাগে না। তাই পর্দা কেনার আগে মাপ ঠিক করে না নিলে কিন্তু মুশকিল। এ ছাড়াও পর্দার রং খুব গুরুত্বপূর্ণ। ঘরের দেওয়াল এবং আসবাবের সঙ্গে রং বাছাই করে পর্দা কিনুন।