একসময় নতুন ফ্ল্যাটের সাজানো বারান্দার রূপ বাড়িয়েছিল যে প্লাস্টিকের দুধসাদা চেয়ার, সেটাই এখন দেখলে মনে হয় বড় বেমানান? হালকা রং রোদের তাপে, ধুলো, বৃষ্টিতে জেল্লা হারিয়েছে। বাগান হোক বা খোলা ছাদ কিংবা বারান্দা— সাদা বা হালকা রঙের আসবাব দ্রুত তার ঔজ্জ্বল্য হারায়। প্লাস্টিকের চেয়ার বা টেবিলের সুবিধা হল সহজেই সাবান-জল দিয়ে তা পরিষ্কার করা যায়। কিন্তু দীর্ঘ দিন তা অযত্নে পড়ে থাকার ফলে ময়লা ছোপ পড়ে গেলে তা চট করে ওঠে না। তখন দরকার হয় বাড়তি জিনিসের।
শখের চেয়ার ময়লা হয়ে গেলে কী ভাবে ফেরাবেন পুরনো ঔজ্জ্বল্য?
প্রথম ধাপ: ২৫ ভাগ জলের সঙ্গে ৭৫ ভাগ সাদা ভিনিগার মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে চেয়ারের গায়ে ছড়িয়ে দিন। অন্তত ১০ মিনিট এই ভাবে চেয়ারটি রাখুন।
দ্বিতীয় ধাপ: এই ধাপে চেয়ার পরিষ্কারের জন্য তৈরি করতে হবে সাবান। তিন লিটার উষ্ণ জলে আধ কাপ বাসন পরিষ্কার করার তরল সাবান মিশিয়ে নিন। মিশ্রণটি গুলে স্পঞ্জ বা নরম কাপড় বা নাইলনের নরম ব্রাশ দিয়ে চেয়ার ঘষে পরিষ্কার করে নিন।
আরও পড়ুন:
তিন লিটার ঈষদুষ্ণ জলের সঙ্গে আধ কাপ বেকিং সোডা মিশিয়ে তা দিয়েও চেয়ার পরিষ্কার করে নিতে পারেন। সাবান দিয়ে ঘষাঘষির সময় যে অংশগুলিতে কালচে ছোপ হয়ে গিয়েছে সেখানে বেকিং সোডা ছড়িয়ে দিতে পারেন। তবে খুব বেশি গায়ের জোরে ঘষা যাবে না, এতে চেয়ার দাগ হয়ে যেতে পারে।
সাবান বা বেকিং সোডা দিয়ে ঘষে চেয়ার পরিষ্কারের পর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে চেয়ার ঝকঝকে হয়ে যাবে। তবে যদি ময়লা খুব বেশি থাকে, এর পরেও তেমন সাদা ভাব না আসে, যেতে হবে পরের ধাপে।
তৃতীয় ধাপ: চেয়ারে খুব বেশি দাগ থাকলে ব্যবহার করতে পারেন অক্সিজেন ব্লিচ। অক্সি ব্লিচ অনলাইনে বা দোকানে সহজেই মেলে। ৩ লিটার জলে এক কাপ অক্সি ব্লিচ মিশিয়ে নিন। মিশ্রণটি ব্যবহারের আগে দস্তানা পরে নেওয়া জরুরি। স্প্রে বোতলে ওই মিশ্রণ ভরে চেয়ারের গায়ে স্প্রে করে দিন। অন্তত ১৫ মিনিট থেকে আধ ঘণ্টা তা রাখতে হবে। তার পর জল দিয়ে চেয়ার ধুয়ে বাইরের হাওয়ায় শুকিয়ে নিন।
এই তিন ধাপ অনুসরণ করলে ময়লা হয়ে যাওয়া সাদা চেয়ার খুব ভাল ভাবে পরিষ্কার হয়ে যাবে।