ছাদ বাগানে সব্জি ফলিয়েছেন। টম্যাটোও হয়েছে। কিন্তু হঠাৎ করেই চোখে পড়ছে টম্যাটোর নীচের অংশে কালো গোল দাগ? যত্নে বড় করা গাছে বা ফলে কোনও সমস্যা হলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। কিন্তু কেন হয় এমন? তার প্রতিকার কী?
উদ্যান পালকেরা বলছেন, টম্যাটোতে কালচে ছোপের নেপথ্যে নানা কারণ থাকতে পারে। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় ছত্রাকের আক্রমণ বেড়ে যায়। গাছ দ্রুত রোগগ্রস্ত হয়। ছত্রাক, ব্যাক্টেরিয়া দুই ধরনেই আক্রমণেই টম্যাটোর নীচের অংশ কালো হয়ে যেতে পারে। আবার বর্ষায় মাটিতে ক্যালশিয়াম কমে গেলেও এমন সমস্যা দেখা দেয়।
সমাধান কী ভাবে সম্ভব?
· সমস্যা হলে তার সমাধান খোঁজার আগে ভাল, এমন রোগ বা ক্যালশিয়ামের ঘাটতি যেন না হয় তা নিশ্চিত করা। সে কারণে প্রথমেই প্রয়োজন সঠিক প্রজাতির গাছ বেছে নেওয়া। যে এলাকায় গাছটি বসানো হবে, টম্যাটোর সেই প্রজাতিটি স্থানীয় আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর কতটা উপযোগী জেনে নেওয়া দরকার। বর্ষায় চাষ করতে হলে, এই মরসুমের উপযুক্ত প্রজাতি বেছে নিতে হবে।
· বর্ষা এড়িয়ে গাছ লাগানো যায় কি না দেখতে পারেন। গরম এবং শীতেও টম্যাটো ফলানো যেতে পারে। এমন সময় গাছ লাগাতে পারেন, যাতে বর্ষার মরসুম এড়ানো যায়।
· টম্যাটো চাষ শুরু করার সময় সার মিশিয়ে উপযুক্ত মাটি তৈরি করে নিতে পারেন। গাছের গোড়ায় জল জমা ক্ষতিকর। মাটি প্রস্তুতির সময় দেখা দরকার জল নিষ্কাশন পদ্ধতি যথাযথ আছে কি না।
· টবে চাষ করলে গায়ে গায়ে গাছ না রাখাই ভাল। ঠিকমতো আলো, হাওয়া না পেলে গাছের বৃদ্ধি-ফলনে প্রভাব পড়তে পারে। রোগ বা পোকার আক্রমণ হলে অন্য গাছেও তা ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকবে।
· ক্যালশিয়াম সমৃদ্ধ সার প্রয়োগ করাও জরুরি টম্যাটো গাছের জন্য। তা ছাড়া বেশি রোদ, বেশি বৃষ্টি দু’টি গাছের জন্য ক্ষতিকর হয়ে পারে। গাছ বেড়ে ওঠার শর্তগুলি ঠিক রয়েছে কি দেখা দরকার।