Advertisement
E-Paper

বাহারি ফুলদানিই নতুনত্ব আনবে অন্দরসাজে, ঘরের কোথায় কেমন হবে ফুলের সাজ?

ঘরের কোথায় কেমন ফুলদানি রাখবেন তা বেছে নিতে হবে। এখন বিভিন্ন আকার, নকশার ফুলদানি পাওয়া যায়। ঠিক কেমন ধরনের কিনবেন রইল টিপ্‌স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ১৪:৩৬
Tips to decorate your house with beautiful flower Vases

ঘরের কোথায় কেমন ফুলদানি রাখলে ভাল মানাবে। ছবি: ফ্রিপিক।

পরিপাটি করে গোছানো ঘর এক নিমেষে মুছে দিতে পারে সারা দিনের ক্লান্তি। আর এই পারিপাট্যে অন্য আঙ্গিক নিয়ে আসে টাটকা ফুল। ঘরের মূল দরজা থেকে শুরু করে শোয়ার ঘর, বসার ঘর, রান্নার জায়গা এমনকি বাথরুমেরও ভোল বদলে দিতে পারে ফুলদানি। ছাদে বা বারান্দায় যদি বাগান করার জায়গা না থাকে, তা হলে ঘরে বাহারি ফুলদানি রেখেই অন্দরসাজকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। ফুল আর ফুলদানির সাজ শুরু করতে পারেন সদর দরজা থেকেই। টাটকা ফুল সবসময়ে না পেলেও নকল ফুলেও দিব্যি শোভা বাড়াবে ফুলদানি। তবে ঘরের কোথায় কেমন ফুলদানি রাখবেন তা বেছে নিতে হবে। এখন বিভিন্ন আকার, নকশার ফুলদানি পাওয়া যায়। চিরন্তন মাটি বা কাচের ফুলদানি তো রয়েছেই। ঠিক কেমন ধরনের কিনবেন রইল টিপস।

বাড়ির মূল দরজা তথা প্রবেশপথের পাশে মাঝারি থেকে একটু বড় মাপের মাটির ফুলদানিতে রাখতে পারেন লম্বা ডাঁটির ফুল। উজ্জ্বল রঙের ফুলই ভাল মানাবে। পোর্সেলিনের ফুলদানিও রাখতে পারেন দরজার পাশে। ঝুলন্ত ফুলদানিও পাওয়া যায়। দরজার পাশে ঝুলিয়ে তাতে টাটকা ফুল রাখতে পারেন। গোলাপ, লিলি ফুল রাখলে বেশ ভাল লাগবে।

বাঁশের ফুলদানির এখন বেশ চল। বিভিন্ন আকারের বাঁশের ফুলদানি পাওয়া যায়। বসার ঘরে টেবিলের উপর শো-পিসের মতো রাখতে পারেন। শোয়ার ঘরেও দিব্যি মানাবে বাঁশের ফুলদানি। তবে এতে জল ঢালবেন না, তাতে বাঁশ পচে যাবে। নকল ফুলই রাখতে পারেন।

বসার ঘরের শোভাই বদলে দিতে পারে ফুলদানি। জানলার পাশে অথবা শোফার একপাশে দেওয়াল ঘেঁষে বেশ বড় মাপের ফুলদানি রাখতে পারেন। তাতে সাজিয়ে দিন উজ্জ্বল রঙের সূর্যমুখী ফুল। খেয়াল রাখবেন, বাড়ির আসবাবের সঙ্গে যেন ফুলদানি ‌ও ফুল মানানসই হয়। হালকা, অল্প আসবাব দিয়ে সাজানো ঘরে কাঠ বা বেতের ফুলদানি ভাল লাগবে। ঘরে যদি আসবাব বেশি থাকে অথবা বাহারি সোফা সেট রাখেন, তা হলে কাচের, ক্রিস্টালের বা সেরামিকের ফুলদানি রাখতে পারেন। সোফার সামনের সেন্টার টেবলে একটি কাচের পাত্রে জলে ভাসিয়ে দিতে পারেন বেল বা জুঁই ফুল। দেখবেন বসার জায়গা সৌরভ ও প্রশান্তিতে ভরে উঠবে।

শোয়ার ঘরে ওয়ার্ড্রোব বা জানালার পাশে ফুলদানি বেশ লাগবে। এখন বিভিন্ন আকারের ফুলদানি পাওয়া যায়। ধরুন, দুটি বা তিনটি ভিন্ন আকার ও রঙের ফুলদানি রাখলেন, তাতে সাজিয়ে দিন লম্বা ডাঁটি দেওয়া উজ্জ্বল রঙের ফুল। শোয়ার ঘরে একগাদা ফুল ভাল লাগবে না। সরু লম্বা বা ‘ইউ’ আকৃতির ফুলদানিতে একটি বা দুটি লম্বা ডাঁটির ফুল রাখুন। সাবেকিয়ানা এবং আভিজাত্যের অন্যতম উদাহরণ হল পিতল, কাঁসা কিংবা তামার ফুলদানি। যদি বিছানার পাশে টেবিল থাকে, তা হলে তেমন ফুলদানি কিনে রাখতেই পারেন। যদি খরচ বেশি করতে চান, তা হলে নির্দ্বিধায় কিনতে পারেন রুপোর ফুলদানি। ঘরের একপাশে উঁচু টেবিলে রেখে দিন। অনবদ্য লাগবে।

খাবার জায়গায় টেবিলের উপর ছোট, ঈষৎ গোলাকার ফুলদানিতে রঙিন ফুল রাখলেই বেশি ভাল লাগবে। এখন বিভিন্ন জ্যামিতিক নকশার ফুলদানি পাওয়া যায়। তেমনও রাখতে পারেন খাওয়ার টেবিলে। ঘর সাজাতে সাহেবিয়ানা যাঁদের পছন্দ তাঁরা ঘরে রাখতে পারেন কাচের ফুলদানি। কাচের বাল্ব, টেস্ট টিউব, নল নানা আকারের ফুলদানি এখন পাওয়া যায়। পছন্দমতো কিনে নিতে পারেন।

বাথরুমে সাদা ফুল রাখলেই ভাল। ঘরের অনেক বাতিল জিনিস দিয়েও ফুলদানি বানানো যায়। যেমন কাচের গ্লাসে জল ভরে তাতে ফুল রাখতে পারেন। বাথরুমের তাকে কয়েকটি কাচের গ্লাস রেখে তাতে ফুল সাজিয়ে দিন।

Flower vase Home Decoration
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy