নানা নকশায় নখরঞ্জনী করতে নেলপালিশের জনপ্রিয়তা আকাশছোঁয়া। ছবি: সংগৃহীত।
নখ রাঙাতে বাহারি নেলপালিশ ব্যবহার করেই থাকেন মহিলারা। লাল, নীল, গোলাপি নানা রঙের এই প্রসাধনী সৌন্দর্যের ধার কয়েক গুণ বাড়িয়ে দেয়। নানা নকশায় নখরঞ্জনী করতে নেলপালিশের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তবে নেলপালিশ যে শুধু সাজের অঙ্গ তা কিন্তু নয়। নেলপালিশ ঘরের বিভিন্ন কাজেও লাগে। দৈনন্দিন জীবনেও এর ভূমিকা কম নয়। নখ উজ্জ্বল করা ছাড়াও আর কী কী কাজে লাগানো যেতে পারে নেলপালিশ?
১) চামড়ার জুতো বা ব্যাগে কোনও এক ছোট অংশের চামড়া উঠে গিয়েছে? সেই রঙের নেলপালিশ হাতের কাছে থাকলে সেই অংশটুকু রং করে নিতে পারেন। খুব খুঁটিয়ে না দেখলে চট করে কেউ খুঁত ধরতে পারবেন না। ফ্যান কিংবা ফ্রিজের গা থেকে যদি কিছুটা অংশের রং উঠে যায়, তা হলেও এই একই বুদ্ধি কাজে লাগাতে পারেন।
২) গয়না কেনার কিছু দিনের মধ্যেই রং কালচে হয়ে গিয়ে পুরনো দেখায়? কেনার পরই গয়নায় স্বচ্ছ রঙের নেলপলিশ লাগিয়ে নিন। চকচকে করবে অনেক দিন।
৩) দেশলাই কাঠি জ্বলছে না? নখে রং লাগানোর মতোই এক পরত লাগিয়ে নিন। শুকিয়ে গেলে জ্বালিয়ে দেখুন।
৪) ফুলের টবে নানা রকম নকশা করতে চান। অন্য রং না থাকলেও নেলপলিশ দিয়েই কাজ সারতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy