ছোট্ট বাড়ি সাজিয়েছেন রকমারি গাছে। স্থানাভাবে তাদের স্থান হয়েছে এক্কেবারে পাশাপাশি। তবে এ ভাবে গাছ রাখার অভ্যাস উদ্ভিদের পক্ষে ভাল না-ও হতে পারে। কোন কোন গাছ পাশাপাশি রাখা ঠিক নয়।
উদ্যানপালক জাস্টিন হ্যানকের কথায়, সাকুলেন্ট এবং ফার্ন যেমন পাশাপাশি রাখা ঠিক নয়। কারণ, দুই ধরনের গাছের বেড়ে ওঠার পরিবেশ পৃথক। ফার্ন যদি চ়ড়া রোদে রাখা হয়, তার পাতা বাদামী বর্ণ ধারণ করতে পারে। আবার আলো-হাওয়া কম পেলে সাকুলেন্টে ছত্রাক ধরতে পারে।
অন্দরসজ্জায় পলি অ্যালোকেশিয়ার ব্যবহার বহুল। ঘর সাজাতে অনেকে রাখেন ম্যাজেস্টি পাম। তবে ঘরের কোণে দুই কাছ বড্ড কাছাকাছি রাখলে সমস্যা হতে পারে। দু’টি গাছের পরিচর্যায় বিশেষ তফাত নেই। কিন্তু সমস্যা হল, দুই গাছেই স্পাইডার মাইটের আক্রমণ হয়। ঘেঁষাঘেষি করে গাছ রাখলে, একটির থেকে অন্যটিতে দ্রুত পোকামাক়়ড় ছড়িয়ে যাবে। আর দু’টি গাছে একসঙ্গে স্পাইডার মাইট হলে, তা সংখ্যাও দ্রুত বাড়বে। ছড়িয়ে যেতে অন্দরের অন্য গাছেও।
রেক্স বেগোনিয়া এবং কালাঞ্চোও অন্দরসজ্জায় ব্যবহার হয়। কিন্তু তাদের একসঙ্গে রাখলে সমস্যার কারণ দু’টি গাছের বেড়ে ওঠার পরিবেশ ভিন্ন। বেগোনিয়ার প্রয়োজন হয় একটু আর্দ্র আবহাওয়া। কিন্তু কালাঞ্চো চায় শুকনো জায়গা, রোদ।
তা ছা়ড়া অন্দরসজ্জায় গাছ এক জায়গায় লাইন দিয়ে সাজিয়ে করে রাখলে আলো-হাওয়া পেতে অসুবিধা হবে। তাই নির্দিষ্ট দূরত্বেই গাছ রাখা ভাল।