আপনার শিশুর কি নতুন কিছু শিখতে একটু সময় লাগে? নতুন জিনিস বুঝতে একটু অসুবিধা হয়? তাহলে ওকে ঘোড়়ায় চড়া শেখান। ফ্রন্টিয়ারস ইন পাবলিক হেলথ-এ প্রকাশিত একটি গবেষণার ফল বলছে, ঘোড়ার ক্ষুরের কম্পন শিশুদের সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় করে। যা তাদের শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
এই বিষয়ে টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচারের অধ্যাপক মিতসুয়াকি ওহতা জানান, এর আগে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর হর্স রাইডিং-এর প্রভাব গবেষণায় উঠে এসেছে। কিন্তু শিশুদের উপর হর্স রাইডিং-এর প্রভাব নিয়ে বিশেষ গবেষণা হয়নি। ওহতা ও তাঁর দল শিশুদের উপর হর্স রাইডিং-এর প্রভাব দেখতে কয়েকটি সহজ পরীক্ষা করেন। ঘোড়ার ক্ষুরের আওয়াজের সঙ্গে শিশুদের হৃদস্পন্দনের পরিবর্তনও লক্ষ্য করেন তাঁরা।