মৃত কোষ দূর করার জন্য সাধারণত স্ক্রাবিং প্রয়োজন, যা প্রতিদিন করা উচিত নয়। তবে শুতে যাওয়ার আগে কয়েকটি নিয়ম মানলে ত্বকের উপর মৃত কোষ জমার প্রবণতা কমবে। ফলে শীতেও ত্বক ভাল থাকবে। উজ্জ্বল এবং মসৃণ দেখাবে।
মৃত কোষের সমস্যায় প্রাকৃতিক ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন
আমন্ড অয়েল বা অলিভ অয়েল: কয়েক ফোঁটা আমন্ড অয়েল বা অলিভ অয়েল নিয়ে মুখে আলতোভাবে মাসাজ করে শুতে পারেন। এই তেলগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, যা ত্বককে নরম রাখে এবং রুক্ষতা কমায়।
নারকেল তেল ও গোলাপ জল মিশ্রণ: ১ চামচ নারকেল তেল এবং ২ চামচ গোলাপ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি রাতে ক্রিম হিসেবে ব্যবহার করা যেতে পারে।
অ্যালোভেরা জেল ও গোলাপ জল : টাটকা অ্যালোভেরা জেল অথবা বাজারে পাওয়া ভাল গুণমানের অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পারে। মুখের পেশিকে আরাম দেয়।
গ্লিসারিন ও গোলাপ জল: ২ চামচ গোলাপ জলের সাথে ১ চামচ গ্লিসারিন মিশিয়ে একটি বোতলে ভরে রাখুন। রাতে কয়েক ফোঁটা মুখে লাগিয়ে শুতে পারেন। এটি খুব ভাল ময়েশ্চারাইজ়ার হিসেবে কাজ করে।
এ ছাড়া যা যা খেয়াল রাখবেন
স্ক্রাব করুন: ১ চামচ চালের গুঁড়ো ও ১ চামচ মধু একসাথে মিশিয়ে নিন। ভেজা ত্বকে আলতো হাতে ২-৩ মিনিট মাসাজ করে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। চালের গুঁড়ো মৃত কোষ সরাতে সাহায্য করে আর মধু আর্দ্রতা দেয়। মৃত কোষ দূর করতে স্ক্রাব করা জরুরি। তবে রোজ না করে সপ্তাহে দু’-এক থেকে রাতে মুখ ধোয়ার পর ব্যবহার করুন। আর স্ক্রাবিংয়ের পরে অবশ্যই ত্বক ময়েশ্চারাইজ় করুন।
গরম জল নয়: শীতে অনেকেই গরম জল দিয়ে মুখ ধুতে পছন্দ করেন। কিন্তু ত্বকচর্চা শিল্পীরা বলছেন, সবসময় কুসুম গরম জল ব্যবহার করে মুখ ধোয়া উচিত, বেশি গরম জল থেকেও ত্বকে মৃত কোষের সমস্যা বাড়িয়ে দিতে পারে।
ভিটামিন ই: ভিটামিন ই ক্যাপসুলের তেল বের করে পছন্দের তেলের সঙ্গে মিশিয়ে মুখে মাখতে পারেন। এতেও ত্বকের উপর মৃতকোষ জমার সমস্যা কমবে।