গাড়িতে উঠলেই অনেক সময় ভ্যাপসা একটা গন্ধ বেরোয়। কখনও গাড়িতে ভরা জ্বালানির গন্ধ, কখনও অপরিছন্ন থাকার ফলেও বিশ্রী গন্ধ নাকে আসে। ‘মোশন সিকনেস’ বা চলন্ত গাড়িতে বমি পায় যাঁদের, বিশেষত তাঁদের জন্য এই গন্ধ কষ্টকর হয়ে ওঠে। সাধারণত, গাড়ির ভিতর সুন্দর গন্ধে ভরিয়ে রাখার জন্য সুগন্ধি পাওয়া যায়। তবে কৃত্রিম চড়া গন্ধও অনেকের মাথা ধরার কারণ হয়। আমেরিকার গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সৌরভ শেট্টি ইনস্টাগ্রামে পরামর্শ দিয়েছেন কৃত্রিম সুগন্ধির ব্যবহার এড়িয়ে চলার। তিনি বলছেন, এতে থাকে ফ্যালেট এবং বিপজ্জনক বেশ কিছু যৌগ, যা হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে।
আরও পড়ুন:
বদলে প্রাকৃতিক উপায়ে বাজে গন্ধ দূর করা যেতে পারে।
বেকিং সোডা: বেকিং সোডা যে কোনও বিশ্রী গন্ধ দূর করে।অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে নেয় এটি। গাড়ির গালিচা, সিটে অল্প পরিমাণে বেকিং সোডা ছড়িয়ে রাখতে পারেন। কোনও বাটিতে অল্প করে সেটি রেখে দিতে পারেন। এতেও বদ্ধ গাড়ির গন্ধ দূর হবে।
কর্পূর: পুজোআচ্চায় ব্যবহৃত কর্পূর হতে পারে ভাল সমাধান। কর্পূর গাছের ছাল বা কাঠ তৈরি হয় এটি। দেখতে সাদা। কর্পূরের নিজস্ব সুমিষ্ট গন্ধও রয়েছে। একটি কৌটোয় কর্পূর ভরে সুতির কাপড় দিয়ে কৌটোর মুখটি বেঁধে দিন। দু’একটি ছিদ্র করে দিন। কর্পূর গন্ধ গাড়িময় ছড়িয়ে পড়বে। তা ছাড়া, গা-বমির সময় কর্পূরের গন্ধ শুঁকলেও, স্বস্তিবোধ হতে পারে।
এসেনশিয়াল অয়েল: একটি প্লাস্টিক বা কাচের শিশিতে কিছুটা সি সল্ট নিয়ে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। ল্যাভেন্ডার, রোজ়মেরি— পছন্দের যে কোনও গন্ধই বেছে নেওয়া যায়। কৌটোর মুখ পাতলা কাপড় বেঁধে গাড়িতে রাখুন। হালকা অথচ মিষ্টি গন্ধে গাড়ি ভরে থাকবে।
গাড়ির ভিতরের ভ্যাপসা গন্ধ, স্যাঁতসেঁতে ভাব দূর করার জন্য সিট থেকে কার্পেট, গাড়ির ভিতরটি ভাল করে পরিষ্কার করা দরকার। এসি-র হাওয়া যেখান দিয়ে বেরোয়, সেখানেও ধুলো-ময়লা জমে। তা থেকে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। নিয়ম করে এই সব জায়গা পরিষ্কার করতে হবে। গাড়ি অনেকক্ষণ কাচ তুলে বন্ধ করা থাকলে গন্ধ বেশি হয়। তাই কোথাও যাওয়ার আগে কিছুক্ষণ সমস্ত কাচ নামিয়ে রাখুন। এই অবস্থায় গাড়ি চালালে হাওয়া খেলবে। গাড়ির ভিতরের গন্ধ কেটে যাবে। তার পর এসি চালাতে পারেন।