যে হারে কোভিড-সংক্রমণ বাড়ছে, তাতে ফের বহু মানুষ বেশির ভাগ সময়েই বাড়িতে থাকছেন। কিন্তু এই গরমে বাড়ি তেঁতে গেলে সেটা অসহনীয় হয়ে ওঠে। কী করে ঠান্ডা রাখবেন ঘরের ভিতরটা, জেনে নিন।
শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রে নজর রাখুন
এই গরমে প্রত্যেক দিনই টানা অনেকক্ষণ চলবে আপনার এই যন্ত্র। তাই শুরুতেই একবার যন্ত্রটা দেখিয়ে নিন। প্রত্যেকটা যন্ত্রের মতোই এরও মেরামতির প্রয়োজন পড়ে। না হলে ঘর ঠিক করে ঠান্ডা হবে না। চালানোর সময়ে মাথায় রাখবেন, বাইরের যা তাপমাত্রা, তার চেয়ে যদি ১-২ ডিগ্রি কমিয়ে রাখেন ঘরের তাপমাত্রা, তা হলে কিন্তু খুব একটা লাভ হবে না। বরং আপনার যন্ত্রের আয়ু কমে যাবে। তাই বেশ কিছু ডিগ্রি কমিয়ে ঘরটা ঠান্ডা করে নিন।