বাড়ির ভাঁড়ার ঘর থেকে একটা পুরনো বাক্স খুঁজে পেলেন। ছোটবেলায় এর মধ্যে নানা পছন্দের জিনিস জমিয়ে রাখতেন। কেউ যাতে হাত দিতে না পারেন, তাই বাক্সের ঢাকনায় একটা তালা ঝুলিয়ে রেখেছিলেন। কালে কালে, সে তালার চাবি কোথায় হারিয়ে গিয়েছে, কে জানে! এখন কী করবেন? পেশাদার কাউকে ডেকে তালা খোলাবেন? দোকানে নিয়ে যাবেন? কিন্তু সে তো অনেক ক্ষণের বিষয়। অত ক্ষণ ধৈর্য্য ধরতে ইচ্ছা করে না কি!
চাবি হারানোর এমন ঘটনা প্রত্যেকের জীবনেই ঘটে। যদিও চটজলদি এই সমস্যার সমাধানও সম্ভব। তার জন্য যেতে হবে না পেশাদার কারও কাছে। কাজটি নিজেই করে ফেলতে পারবেন। কী ভাবে?
নেটমাধ্যমে অনেকেই দাবি করেছেন, এই কাজটি করার জন্য হাতের কাছে এক বাক্স দেশলাই থাকলেই হল। কী ভাবে দেশলাই ব্যবহার করে তালা খোলার কথা বলছেন তাঁরা? রইল সেই পদ্ধতি।