রোগাক্রান্ত না হলে সারমেয়রা বিপজ্জনক নয়। পথ চলতে গিয়ে হঠাৎ পথকুকুরের সামনে পড়তেই পারেন। আপনি আতঙ্কিতও হতে পারেন। কোনওটিই অস্বাভাবিক নয়। কিন্তু একটু সচেতন হলেই সহজে নিরাপদ থাকা যায়। কয়েকটি সহজ কৌশল জেনে নিলেই দেখবেন, সারমেয়দের পাল আপনাকে আক্রমণ করতে আসছে না। আসলে তারা নিজেরা আতঙ্কিত হয়ে পড়ে অচেনা ব্যক্তি দেখলে। কয়েকটি কথা মাথায় রাখলে তারাও আপনাকে আপন করে নেবে।
১. দৌড়বেন না
ভয় পেয়ে হঠাৎ দৌড় দিলে সারমেয়র মনে হয়, কেউ তাদের ক্ষতি করতে এসেছিল। তাই তারা তাড়া করতে পারে। বরং শান্ত ভাবে ধীরে ধীরে হেঁটে চলুন।
২. দলবদ্ধ সারমেয়দের বিরক্ত করবেন না
একসঙ্গে থাকলে পথকুকুরেরা এলাকায় নিজেদের আধিপত্য দেখায়। তাই দূরত্ব বজায় রেখে পথ চলাই ভাল।
পথ চলতে গিয়ে হঠাৎ পথকুকুরের সামনে পড়লে কী করবেন? ছবি: সংগৃহীত।
৩. শরীরের ভঙ্গিতে উদ্বেগ যেন না থাকে
সারমেয়র চোখে চোখ না রেখে অন্য কোনও দিকে তাকিয়ে নিরুদ্বিগ্ন ভঙ্গিতে দাঁড়ান বা ধীরে ধীরে পিছনে সরে যান। এতে পথকুকুরেরা বুঝবে, আপনি তাদের জন্য বিপজ্জনক নন।
৪. খাবার বা সামগ্রী নিরাপদে রাখুন
খাবারের গন্ধে সারমেয়রা সহজেই আকৃষ্ট হয়। কেবল পথকুকুর নয়, পোষ্যেরাও। তাই খাবারের প্যাকেট সব সময় দূরে রাখুন।
৫. স্থানীয়দের পরামর্শ নিন
যে এলাকায় কুকুর বেশি, সেখানকার স্থানীয়দের অভিজ্ঞতা শুনে চললে ঝুঁকি কমবে।
৬. আপৎকালীন পরিস্থিতি সামলে চলুন
যদি সারমেয়রা হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে, শান্ত ভাবে দূরে সরে যান এবং প্রয়োজনে আশপাশের মানুষকে ডাকুন। অথবা কোনও বাড়িতে আশ্রয় নিতে পারেন।
এই কয়েকটি সহজ নিয়ম মানলেই রাস্তার সারমেয়দের সঙ্গে আর বিরোধের ঝুঁকি থাকবে না। নিরাপদে চলাফেরা করা সম্ভব হবে আপনার পক্ষে। হয়তো তারা আপনার বন্ধুও হয়ে উঠতে পারে।