আরামদায়ক জীবন কাটাতে, পছন্দ মতো জায়গায় বেড়াতে যেতে, দামি রেস্তোরাঁয় খেতে সকলেই পছন্দ করেন। পকেটের জোর থাকলে আত্মবিশ্বাসও বাড়ে। তবে অনেকেই নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে, গুরুত্ব বাড়াতে ক্ষমতার বাইরে গিয়ে খরচ করেন। অনেকে আবার শুধুই বড়লোকি চাল দেখান। কী ভাবে বুঝবেন কেউ সত্যিই ধনী কি না? জেনে নিন ৫ লক্ষণ।
১। বেড়ানোর জায়গা: কে কী ভাবে বেড়াতে যাওয়ার জায়গা বেছে নিচ্ছেন তা থেকে পকেটে জোর বোঝা যায়। কেউ যদি বিশেষ ভাবনা-চিন্তা না করেই বিদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, কখন টিকিটের দাম কমবে সে অপেক্ষায় না থেকে নিজের খুশি মতো প্ল্যান করেন তাহলে বুঝবেন তাঁর রেস্তো রয়েছে।
২। ছেলে মেয়েদের স্কুল: যারা সত্যিই ধনী তারা সন্তানদের জন্য সেরা স্কুল বেছে নিতে চান। ছেলে মেয়ে কোন স্কুলে পড়ছে তার থেকেই কারও পকেটের জোর বোঝা যায়।