ব্যবহার করতে করতে অনেক সময় মাটির টব ভেঙে যায়। তার পর ভাঙা টবের জায়গা হয়, বাগান বা বারান্দার এক কোণে। কিছু দিন পরে সে সব বিদেয় করে দেওয়া হয়। তবে কৌশল জানলে ভাঙা টব দিয়েও সাজিয়ে ফেলা যায় বাগান। মাটির টবের টুকরো লাগানো যায় অনেক কাজেই।
১। টব কতটা ভেঙেছে, তার উপর নির্ভর করবে এর ব্যবহার। যদি একাংশে সামান্য ভেঙে থাকে, তা হলে টবের অন্যান্য অংশ খানিক ভেঙে তেরছা নকশা করেতে পারেন। তাতে পছন্দসই গাছ লাগিয়ে চক দিয়ে বা রং-তুলিতে সুন্দর কোনও উক্তি, গাছের নাম লিখতে পারেন। একটু ভাবনাচিন্তা করলেই ভাঙা টব বেমানান লাগবে না।
২। মাটির টব বেশি ভেঙে গেলে টুকরো করে নিন। কিছু টুকরো ছোট করে টবের জল নিষ্কাশনে কাজে লাগাতে পারেন। টবে মাটি ভরার আগে টবের ভাঙা টুকরো দিয়ে দিন। এতে মাটির নীচে জল বসবে না।
৩। ছোট ছোট টুকরোয় বিভিন্ন গাছের নাম লিখে টবের গোড়ায় গেঁথে দিন। এতে বাগান দেখতেও ভাল লাগবে। আবার ভাঙা টুকরো কাজেও লাগানো সম্ভব হবে।

ভাঙা টবেই বানিয়ে নিতে পারেন খেলনা বাগান। ছবি: সংগৃহীত।
৪। ভাঙা টব দিয়ে ছোট্ট বাগান বানাতে পারেন। টবের একাংশ যদি লম্বালম্বি ভাবে অনেকটা ভেঙে যায় তা হলে এই উপায় কাজে আসবে। না হলে টবের একটি অংশ বড় ত্রিভুজের মতো করে ফাটিয়ে নিন। টবের ভিতরের মাটি পরিষ্কার করে ধুয়ে রং করে নিন। তার পর তাতে মাটি ভরে ভাঙা টুকরো দিয়ে উঁচু, নীচু ধাপ তৈরি করুন। ছোট ছোট ভাঙা টুকরো মাটির উপর বসিয়ে সিঁড়ি বানানো যায়। তার পর মাটিতে জল দিয়ে মস্, ঘাস, পছন্দের ছোটখাটো গাছ, নুড়ি, পাথর দিয়ে সেটিকে খেলনা বাগানের রূপ দিন।
৫। বাগানের হাঁটার রাস্তার পাশে ভাঙা অংশগুলিকে আ়ড়াল করে টবগুলি শুইয়ে দিন। তার ভিতরে একই রকম গাছ বসান। দেখতে অনেকটা ফুলের রেলিংয়ের মতো লাগবে।