ক্যাশলেসের পর এ বার কার্ডলেস। যত দিন যাচ্ছে ততই টাকাপয়সার লেনদেন সংক্রান্ত বিষয়ে বৈদ্যুতিন পদ্ধতিতে জোর দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। এমনকি, আগামী দিনে এটিএম থেকে টাকা তুলতে গেলে যাতে আর ডেবিট কার্ড ব্যবহার করতে না হয় তারও বন্দোবস্ত করা হচ্ছে। এই মর্মে গত সপ্তাহেই রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়, আগামী দিনে এটিএমে আসতে চলেছে বিশেষ একটি ব্যবস্থা।