Advertisement
০২ মে ২০২৪

ভারতীয় পেশাদাররাই বিশ্বের বাজারে সবচেয়ে আত্মবিশ্বাসী, জানাচ্ছে সমীক্ষা

বিদেশের মাটিতে পেশাদার হিসেবে ভারতীয়দের সুখ্যাতি বরাবরেরই। তবে জানেন কি তাদের আত্মবিশ্বাস দিয়েও গোটা বিশ্বকে মুগ্ধ করেছেন ভারতীয়রা? তেমনটাই উঠে এসেছে সমীক্ষায়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ১১:৪৪
Share: Save:

বিদেশের মাটিতে পেশাদার হিসেবে ভারতীয়দের সুখ্যাতি বরাবরেরই। তবে জানেন কি তাদের আত্মবিশ্বাস দিয়েও গোটা বিশ্বকে মুগ্ধ করেছেন ভারতীয়রা? তেমনটাই উঠে এসেছে সমীক্ষায়।

লিঙ্কডিন গত ৬ থেকে ১৯ মে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র,ব্রাজিল, ইতালি, স্পেন, নেদারল্যান্ড, ব্রিটেন, আয়ারল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সুইডেন, মেক্সিকো, ফ্রান্স, সিঙ্গাপুর, চিন ও জাপানের ১১,২২৮ জন পেশাদারকে নিয়ে ইওর স্টোরি@ওয়ার্ক নামের এক সমীক্ষা চালায়। দেখা গিয়েছে সব দেশগুলোর পেশাদারদের আত্মবিশ্বাসের গড় মাত্রা ৩৫ শতাংশ, ভারতীয়দের আত্মবিশ্বাসের মাত্রা সেখানে ৫৫ শতাংশ। মোট ১৯টি দেশের মার্কেটে সমীক্ষা চালিয়ে দেখা হয়েছিল কোন দেশের পেশাদাররা অনলাইনে নিজেদের সাফল্যের কথা শেয়ার করতে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ। দেখা গিয়েছে, ভারতীয়দের মধ্যে প্রতি ১০ জন পেশাদারের ৯ জনই খোলাখুলি ভাবে নিজেদের সাফল্যের ব্যাপারে অনলাইনে লিখে থাকেন। এমনকী, ৭৬ শতাংশ ভারতীয় সাফল্যের ব্যাপারে লেখার ক্ষেত্রে সোশ্যাল প্ল্যাটফর্মকেই উপযুক্ত মাধ্যম মনে করেন।

আত্মবিশ্বাসের মাত্রায় ভারতীয়দের পরই রয়েছেন সিঙ্গাপুরের পেশাদাররা। তাদের আত্মবিশ্বাসের মাত্রা গড় ৩১ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার পেশাদাররা। তাদের আত্মবিশ্বাসের মাত্রার গড় ৩২ শতাংশ। লিঙ্কডিন ইন্ডিয়া ও হংকং-এর কমিউনিকেশন হেড দীপা সপতনেকর বলেন, ভারতের চাকরির বাজার সত্যিই খুব প্রতিযোগিতামূলক। ভারতীয়রা যে সাফল্যের উদ্‌যাপনের ব্যাপারে এতটা আত্মবিশ্বাসী সেটা খুবই ইতিবাচক একটা দিক।

আরও পড়ুন: এই ৮টি ফ্যাট আসলে হেলদি!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

professionals office
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE