বাগান করার শখ অনেক দিনের? কিন্তু বাড়িতে আলাদা করে জায়গা নেই। তাই ইন্ডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজিয়ে থাকেন। এই সব গাছের মধ্যেও রয়েছে এমন কিছু গাছ, যেগুলো আপনি রাখতে পারেন জলে। জলে গাছ রাখলে সেটা ঘরের সাজে অন্য একটা আভিজাত্য নিয়ে আসে। এ রকমই কিছু গাছের হদিশ রইল।
ফিডল লিফ প্ল্যান্ট
ফিডল লিফ গাছ দেখতে ভীষণ সুন্দর। ছোট একটা বয়ামে এই গাছ ধরে যায়। ওর কাণ্ড থেকে কেটে বসালে কয়েকমাস সময় লাগে ডালপালা বিস্তার করতে। তাই ধৈর্য ধরে থাকতে হবে। ডালপালা বিস্তার করার পর মাটি থেকে ঠিক মতো সরিয়ে নিয়ে জলে বসাতে হবে।