বাথরুমে গাছ! অনেকের কাছে একটু তাজ্জবের বিষয় মনে হলেও, ব্যাপারটা একেবারেই কিন্তু সে রকম নয়। বাথরুমের সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই বাথরুমে গাছ রাখেন। এতে বাথরুমের পরিবেশ সুন্দর তো হয়ই, সেই সঙ্গে একটা স্বাভাবিক আর্দ্রতাও তৈরি হয়। বাথরম যদি হয়ে ওঠে ছোটখাট গাছেদের উপনিবেশ, তাহলে বাথরুমে কাটানো সময়টাও অতখানি বিরক্তিকর বলে মনে হবে না! জায়গা কম থাকলেও অনায়াসে ছোট ছোট গাছ রাখতে পারেন।
গোল্ডেন পোথোস
সুন্দর দেখতে বাহারি এই গাছ রাখতে পারেন বাথরুমে। চওড়া কম, ঋজু এই গাছ আর্দ্র পরিবেশে খুব ভাল থাকে। যদি পাতা হলদে হয়ে যেতে দেখেন বুঝবেন আর্দ্রতা কমে গিয়েছে। কম আলো থেকে বেশি আলো সব জায়গাতেই এই গাছ সমান স্বচ্ছন্দ।