Advertisement
১০ মে ২০২৪
COVID 19

কোভিড সংক্রমণ নিয়ে হাসপাতালে প্রবীণ চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী

যদিও তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। কিন্তু বয়সের কারণেই তাঁকে নিয়ে কিছুটা চিন্তায় চিকিৎসকেরা।

করোনায় আক্রান্ত বৈদ্যনাথ চক্রবর্তী।

করোনায় আক্রান্ত বৈদ্যনাথ চক্রবর্তী। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৭:১৬
Share: Save:

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী। আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) বা নলজাতক নিয়ে গবেষণার ক্ষেত্রে নামজাদা এই চিকিৎসকের বর্তমান বয়স ৯২ বছর। বৃহস্পতিবার দুপুরে তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, কোভিডে আক্রান্ত হয়েছেন তিনি। ভর্তি হয়েছেন সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে। যদিও তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। কিন্তু বয়সের কারণেই তাঁকে নিয়ে কিছুটা চিন্তায় চিকিৎসকেরা।

কৃত্রিম উপায়ে প্রজননের ক্ষেত্রে বৈদ্যনাথ চক্রবর্তী সারা ভারতেই পরিচিত নাম। ১৯৮৬ সালে তিনি এই বিষয়ে গবেষণা এবং চিকিৎসার জন্য ‘ইনস্টিটিউট অব রিপ্রোডাকটিভ মেডিসিন’ নামক প্রতিষ্ঠানটি তৈরি করেন। পরবর্তী সময়ে তা তিনি ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ’ বা ‘আইসিএমআর’-এর হাতে তুলে দেন।

জানা গিয়েছে, মূত্রনালীর সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন। তাঁর জ্বর ছিল। এর পরে কোভিড পরীক্ষা করানো হলে, তাতে ধরা পড়ে করোনার সংক্রমণের কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IVF coronavirus COVID 19 Baidyanath Chakravarty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE