Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Lifestyle News

অফিসে সহকর্মীদের প্রতি হিংসা কমিয়ে দিচ্ছে কাজের মান

অফিসে আপনার সহকর্মী বসের বেশি মনযোগ পেলে কি হিংসা হয় আপনার? নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন? নাকি আপনাকে কেউ হিংসা করেন? বিশ্বের প্রায় সব অফিসেই কম বেশি এই চিত্র দেখতে পাবেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অফিসের এই পরিবেশ কাজের মান কমিয়ে দেয়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৬ ১৪:০৩
Share: Save:

অফিসে আপনার সহকর্মী বসের বেশি মনযোগ পেলে কি হিংসা হয় আপনার? নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন? নাকি আপনাকে কেউ হিংসা করেন? বিশ্বের প্রায় সব অফিসেই কম বেশি এই চিত্র দেখতে পাবেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অফিসের এই পরিবেশ কাজের মান কমিয়ে দেয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনসিনাটি ইউনিভার্সিটির অ্যাসিসট্যান্ট প্রফেসর জোয়েল কুপম্যান জানান, অফিসে বস কী বলছেন, তাঁদের ব্যাপারে কী ভাবছেন তা নিয়ে যেমন কর্মীরা চিন্তিত থাকনে, তেমনই অন্যান্য সহকর্মীদের সঙ্গে বসের সম্পর্কে কেমন, তাঁদের বস কী বলছেন বা সহকর্মীরা তাঁর ব্যাপারে কী আলোচনা করছেন, তা নিয়ে বিচলিত হন অনেকেই। ক্রমাগত প্রতিযোগিতামূলক পরিবেশে থাকতে থাকতে তাদের অহং-এ আঘাত লাগে। যা নেতিবাচক মনোভাব তৈরি করে। যার প্রভাব গিয়ে পড়ে কাজের পরিমাণ ও মানের ওপর। এমনকী, দক্ষ, নির্ভরশীল কর্মীদেরও এই ধরনের পরিবেশ প্রভাবিত করে।

এই বিষয়ে টানা ১৫টি কাজের দিন ধরে বেশ কিছু অফিসে সমীক্ষা চালান গবেষকরা। প্রতি দিন দুটো করে পরীক্ষা করা হত। তাদের প্রশ্ন করা হত গোটা দিন ধরে নিজেদের কাজের জন্য তাঁরা বস বা সিনিয়রদের কাছ থেকে কী ধরনের মতামত পাচ্ছেন। যদি কোনও রকম হিংসার শিকার হয়ে থাকে তাহলে পরের দিনও তা মনে রেখে দিচ্ছেন কিনা, কী ভাবে তা কাজের ওপর প্রভাব ফেলছে, তা নিয়ে গবেষণা চালানো হয়। দেখা গিয়েছে, সহযোগিতার পরিবেশে কাজের মান যা থাকে, রেষারেষির আবহওয়ায় কাজের মান তার থেকে অনেক কমে যায়।

ক্যালিফোর্নিয়ার আনাহেমে অ্যাকাডেমি অব ম্যানেজমেন্টের ৭৬তম বার্ষিক বৈঠকে এই সমীক্ষার ফল উপস্থাপন করা হয়।

আরও পড়ুন: একার ঘাড়েই সংসারের আর্থিক দায়, চাপে অসুস্থ হয়ে পড়ছেন পুরুষরা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Office jelousy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE