Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সারেঙ্গায় স্বাস্থ্যশিবির

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির হল সারেঙ্গায়। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সারেঙ্গা থানার ডাঙরপাড়া প্রাথমিক স্কুলে এই শিবির হয়। শিবিরে এসেছিলেন ডাঙরপাড়া, আগয়া, আমপাট্টা, কদমা, ফতেডাঙা, গড়গড়িয়া-সহ ১০টি গ্রামের বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা
সারেঙ্গা শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০৩:০৪
Share: Save:

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির হল সারেঙ্গায়। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সারেঙ্গা থানার ডাঙরপাড়া প্রাথমিক স্কুলে এই শিবির হয়। শিবিরে এসেছিলেন ডাঙরপাড়া, আগয়া, আমপাট্টা, কদমা, ফতেডাঙা, গড়গড়িয়া-সহ ১০টি গ্রামের বাসিন্দারা। সারেঙ্গা থানার আইসি রজতকান্তি পাল জানান, প্রায় এক হাজার জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাঁদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। পুরুলিয়া লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন এবং বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ জন চিকিৎসক স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করেন। শিবিরে ছিলেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার কে সবারি রাজকুমার, খাতড়ার এসডিপিও কল্যাণ সিংহরায় প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sarenga Bankura doctor purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE