এখনকার স্মার্টফোন মানেই ঝাঁ চকচকে ডিজিটাল ক্যামেরা। একেবারেই এইচডি কোয়ালিটির ছবি উঠবে তাতে। বিয়ের অ্যালবাম, পুজোর ঠাকুর দেখা থেকে দেশে-বিদেশে ফ্যাশন ফটোগ্রাফি— সবেতেই এখন স্মার্টফোন অপ্রতিরোধ্য। খবরের কাগজের ছোট ছবিতেও সে ঢুকে পড়ছে। কাজেই যদি ভাল ক্যামেরা দেখে স্মার্টফোন কিনতে হয়, তা হলে ক্যামেরার কী কী বৈশিষ্ট্য যাচাই করে নিতে হবে, তা জেনে রাখা ভাল।
এমনিতেও ফোনের ব্যাটারির, ক্যামেরার সেন্সর, পিক্সেল সাইজ, ইমেজ় স্টেবিলাইজেশন তো দেখবেনই, পাশাপাশি দেখে নেবেন লেন্স কেমন। জুম-লেন্সে ফোকাল লেংথের একটা রেঞ্জ থাকে। ওয়াইড-অ্যাঙ্গেল-জুম হলে যেমন হয়তো ১৬-৩৫ মিমি বা ১০-২২ মিমি, আবার টেলি-জুম হলে সেটাই হয়তো ৭০-৩০০ মিমি বা তার বেশি।
আরও পড়ুন:
ক্যামেরার শুটিং মোড কেমন, কম আলোতেও কেমন ছবি উঠবে তা-ও দেখে নিতে হবে। পাশাপাশি, ফোনের অপারেটিং সিস্টেম, স্টোরেজ, প্রসেসার কেমন তা-ও দেখতে হবে।
ক্যামেরার এইচডিআর ফিচার দেখতে হবে। ছবি কেমন আসছে, তার রং ও গুণমানও দেখতে হবে।
ফোন ক্যামেরার এফপিএস (ফ্রেমস পার সেকেন্ড) ও রেজ়োলিউশনও দেখে নেওয়া জরুরি। এখনকার স্মার্টফোনগুলিতে ৪কে রেজ়োলিউশন থাকে। আর এফপিএস থাকে ৬০। হাই-ডেফিনিশন ভিডিয়ো যদি তুলতে হয়, তা হলেও ক্যামেরার লেন্স দেখে নিতে হবে।