
অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস)। প্রচণ্ড গতিতে থাকা বাইক ব্রেক মারার পরে যাতে পিছলে না যায়, সে জন্য প্রস্তুতকারক সংস্থাগুলো এই নতুন ব্যবস্থা ইতিমধ্যেই বিভিন্ন বাইকে ইনস্টল করছে। দামি বাইকেই এই সিস্টেম এত দিন দিত সংস্থাগুলি। কিন্তু এ বার ৯০ হাজার থেকে দেড়লাখি বাইকগুলোতেও এই সিস্টেম দিচ্ছে সংস্থাগুলি। কোন কোন বাইক রয়েছে এই তালিকায়?