Advertisement
২৯ মার্চ ২০২৩
Bikes

৯০ হাজার থেকে দেড়লাখি এই বাইকগুলোতে থাকছে ‘এবিএস’

অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস)। প্রচণ্ড গতিতে থাকা বাইক ব্রেক মারার পরে যাতে পিছলে না যায়, সে জন্য প্রস্তুতকারক সংস্থাগুলো এই নতুন ব্যবস্থা ইতিমধ্যেই বিভিন্ন বাইকে ইনস্টল করছে। দামি বাইকেই এই সিস্টেম এত দিন দিত সংস্থাগুলি। কিন্তু এ বার ৯০ হাজার থেকে দেড়লাখি বাইকগুলোতেও এই সিস্টেম দিচ্ছে সংস্থাগুলি। কোন কোন বাইক রয়েছে এই তালিকায়?

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৮ ১৫:০৭
Share: Save:
০১ ১১
অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস)। প্রচণ্ড গতিতে থাকা বাইক ব্রেক মারার পরে যাতে পিছলে না যায়, সে জন্য প্রস্তুতকারক সংস্থাগুলো এই নতুন ব্যবস্থা ইতিমধ্যেই বিভিন্ন বাইকে ইনস্টল করছে। দামি বাইকেই এই সিস্টেম এত দিন দিত সংস্থাগুলি। কিন্তু এ বার ৯০ হাজার থেকে দেড়লাখি বাইকগুলোতেও এই সিস্টেম দিচ্ছে সংস্থাগুলি। কোন কোন বাইক রয়েছে এই তালিকায়?

অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস)। প্রচণ্ড গতিতে থাকা বাইক ব্রেক মারার পরে যাতে পিছলে না যায়, সে জন্য প্রস্তুতকারক সংস্থাগুলো এই নতুন ব্যবস্থা ইতিমধ্যেই বিভিন্ন বাইকে ইনস্টল করছে। দামি বাইকেই এই সিস্টেম এত দিন দিত সংস্থাগুলি। কিন্তু এ বার ৯০ হাজার থেকে দেড়লাখি বাইকগুলোতেও এই সিস্টেম দিচ্ছে সংস্থাগুলি। কোন কোন বাইক রয়েছে এই তালিকায়?

০২ ১১
হিরো এক্সট্রিম ২০০ আর: দাম ৮৮ হাজার টাকা। ২০০ সিসির বাইক। সামনে ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। রয়েছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। সিঙ্গল সিলিন্ডার, ফোর স্ট্রোক এবং এয়ার কুলড ইঞ্জিন।

হিরো এক্সট্রিম ২০০ আর: দাম ৮৮ হাজার টাকা। ২০০ সিসির বাইক। সামনে ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। রয়েছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। সিঙ্গল সিলিন্ডার, ফোর স্ট্রোক এবং এয়ার কুলড ইঞ্জিন।

০৩ ১১
সুজুকি গিক্সার১৫৫: দাম ৮৭ হাজার ২৫০ টাকা। ১৫৫ সিসিরএই বাইকেও এবিএস সিস্টেম রয়েছে।

সুজুকি গিক্সার১৫৫: দাম ৮৭ হাজার ২৫০ টাকা। ১৫৫ সিসিরএই বাইকেও এবিএস সিস্টেম রয়েছে।

০৪ ১১
সুজুকি ইনট্রুডার ১৫০: দাম ৯৯ হাজার ৯৯৫ টাকা। ১৫৫ সিসির ক্রুজার বাইক। দুটো ভ্যারিয়েন্টে রয়েছে এই বাইক— কার্বুরেটেড ও ফুয়েল ইনজেক্টেড।

সুজুকি ইনট্রুডার ১৫০: দাম ৯৯ হাজার ৯৯৫ টাকা। ১৫৫ সিসির ক্রুজার বাইক। দুটো ভ্যারিয়েন্টে রয়েছে এই বাইক— কার্বুরেটেড ও ফুয়েল ইনজেক্টেড।

০৫ ১১
টিভিএস অ্যাপাচে আরটিআর ১৮০: দাম ৯৯ হাজার ৮৮০ টাকা। ১৭৭.৪ সিসির এই বাইকে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস।

টিভিএস অ্যাপাচে আরটিআর ১৮০: দাম ৯৯ হাজার ৮৮০ টাকা। ১৭৭.৪ সিসির এই বাইকে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস।

০৬ ১১
সুজুকি গিক্সার এসএফ: দাম ৯৬ হাজার ৩৮৬ টাকা। গিক্সার ১৫৫ এবং ইনট্রুডার ১৫০-র মতোই সিঙ্গল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে ১৫৫ সিসির এই বাইকে।

সুজুকি গিক্সার এসএফ: দাম ৯৬ হাজার ৩৮৬ টাকা। গিক্সার ১৫৫ এবং ইনট্রুডার ১৫০-র মতোই সিঙ্গল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে ১৫৫ সিসির এই বাইকে।

০৭ ১১
হন্ডা সিবি হর্নেট ১৬০ আর: দাম ৯০ হাজার ৭৩৫ টাকা। গিক্সার ১৫৫-র প্রতিদ্বন্দ্বী ১৬২.৭ সিসির এই বাইকে রয়েছে সিঙ্গল চ্যানেল এবিএস।

হন্ডা সিবি হর্নেট ১৬০ আর: দাম ৯০ হাজার ৭৩৫ টাকা। গিক্সার ১৫৫-র প্রতিদ্বন্দ্বী ১৬২.৭ সিসির এই বাইকে রয়েছে সিঙ্গল চ্যানেল এবিএস।

০৮ ১১
বাজাজ পালসার এনএস ২০০: ১৯৯.৫ সিসির এই বাইকের দাম ১ লক্ষ ৯ হাজার টাকা। এবিএস তো বটেই, হাঙ্কি এবং স্পোর্টি লুকের এই বাইকে রয়েছে লিকুইড কুলড, সিঙ্গল সিলিন্ডার মোটরও।

বাজাজ পালসার এনএস ২০০: ১৯৯.৫ সিসির এই বাইকের দাম ১ লক্ষ ৯ হাজার টাকা। এবিএস তো বটেই, হাঙ্কি এবং স্পোর্টি লুকের এই বাইকে রয়েছে লিকুইড কুলড, সিঙ্গল সিলিন্ডার মোটরও।

০৯ ১১
বাজাজ পালসার আরএস২০০: এনএস২০০-এর দোসর এই বাইক। সিঙ্গল চ্যানেল এবিএস রয়েছে এতে। এর দাম ১ লক্ষ ৩৭ হাজার টাকা।

বাজাজ পালসার আরএস২০০: এনএস২০০-এর দোসর এই বাইক। সিঙ্গল চ্যানেল এবিএস রয়েছে এতে। এর দাম ১ লক্ষ ৩৭ হাজার টাকা।

১০ ১১
টিভিএস অ্যাপাচে আরটিআর২০০ ৪ভি: আরটিআর ১৮০-র মতোই এতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। ১৯৭.৭৫ সিসির এই বাইকের দাম ১ লক্ষ ৭ হাজার টাকা।

টিভিএস অ্যাপাচে আরটিআর২০০ ৪ভি: আরটিআর ১৮০-র মতোই এতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। ১৯৭.৭৫ সিসির এই বাইকের দাম ১ লক্ষ ৭ হাজার টাকা।

১১ ১১
বাজাজ ডমিনার ৪০০: বাজাজ অটো-র ফ্ল্যাগশিপ প্রোডাক্ট ডমিনার। ৩৭৩.৩ সিসির এই বাইকে রয়েছে সিঙ্গল সিলিন্ডার এবং ফুয়েল ইনজেক্টেড মোটর। ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে ১ লক্ষ ৬২ হাজারের এই বাইকে।

বাজাজ ডমিনার ৪০০: বাজাজ অটো-র ফ্ল্যাগশিপ প্রোডাক্ট ডমিনার। ৩৭৩.৩ সিসির এই বাইকে রয়েছে সিঙ্গল সিলিন্ডার এবং ফুয়েল ইনজেক্টেড মোটর। ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে ১ লক্ষ ৬২ হাজারের এই বাইকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.