Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কী করে ২৫১ টাকায় ফোন, কাটছে না ধোঁয়াশা

পরশু সবে বুকিং শুরু হয়েছে। এর মধ্যেই চাহিদার ভার সামলাতে না পেরে বসে গেছে সাইটটাই।তাতেও কৌতূহলের কমতি নেই। উত্সাহের কেন্দ্রবিন্দুতে আপাতত তার বিচরণ। টক অফ দ্য সিটি থুড়ি টক অফ দ্য নেশন এখন ফ্রিডম ২৫১।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪৬
Share: Save:

পরশু সবে বুকিং শুরু হয়েছে। এর মধ্যেই চাহিদার ভার সামলাতে না পেরে বসে গেছে সাইটটাই।তাতেও কৌতূহলের কমতি নেই। উত্সাহের কেন্দ্রবিন্দুতে আপাতত তার বিচরণ। টক অফ দ্য সিটি থুড়ি টক অফ দ্য নেশন এখন ফ্রিডম ২৫১। বিশ্বের সস্তাতম স্মার্ট ফোন এক্কেবারে মেড ইন ইন্ডিয়া। সস্তা, কিন্তু পুষ্টিকর কিনা এখনও তার হদিশ মেলেনি। তবে এই ফোন নিয়ে একগাদা যে প্রশ্ন জমেছে একটি অনলাইন সাইটে তার কয়েকটার উত্তর দিলেন রিঙ্গিং বেল-এর তিন মাথা। অশোক চন্দা, মোহিত গোয়েল, বিকাশ শর্মা।

১) যে ফোনটার আসল দাম হওয়া উচিত ছিল ২,৫০০ টাকা, কী করে ২৫১ টাকায় সেই ফোনটা বেচছেন?

অনলাইন মিডিয়া ব্যবহার করে ফোনটা বেচার সিদ্ধান্ত, মার্কেটিং-এর নয়া কায়দা, কর ছাড় এই সব মিলিয়েই এত কম দামে সস্তায় এই ফোন বাজারে আনতে পেরেছি।

যা নিয়ে কাটল না ধোঁয়াশা- পুরো উত্তরটাই বেশ গোল গোল কায়দায় দেওয়া। কী করে বেসিক কস্টটাই কমিয়ে ফেলা হল, তা নিয়ে কোনও জবাবই পাওয়া যায়নি। চার্জার, ইয়ারফোন, ডিসপ্লে, চিপসেট এবং ব্যাটারির সব থেকে কম দাম ধরলেও ১০০০ টাকা হয়। আর এখনও কর ছাড়ের কথা সরকারি ভাবে ঘোষিত হয়নি। অনলাইনে বেচার সিদ্ধান্ত সস্তা হওয়ার অন্যতম কারণ সে যুক্তি ধোপে টেকে না। ক্যুরিয়র আর বক্সিং চার্জ বাদ দিলে তাহলে কি বেসিক যন্ত্রাংশের জন্য খরচ মাত্র ২৩০ টাকা?

২) কারা আপনাদের ফোন বানাতে মালপত্তরের যোগান দিল? ভেন্ডারই বা কারা? এর ডিজাইন অনেকটা আইফোনের মত। কপিরাইট ইস্যু হয়নি?

আমাদের সাপ্লায়ারদের হদিশ পরে দেব। আর অ্যাপেল তাদের ওই ডিজাইনের কপিরাইট রাখেনি। আর এটাতো প্রোটোটাইপ। ফোন হাতে পেলে দেখবেন অনেক কিছু বদলে গেছে।

যা নিয়ে কাটল না ধোঁয়াশা- সাপ্লায়ারদের নাম প্রকাশে এত অনীহা কেন? সাপ্লায়াররা কি তার মানে মাল সাপ্লাইয়ে পিছিয়ে আসছেন? পিছু হঠছেন কি ভেন্ডাররাও? অ্যাপেলের কিন্তু ডিজাইনে কপিরাইট আছে। অ্যাডকমের লোগো আর ডিভাইস কী করে তাদের অনুমতি ছাড়াই ব্যবহার করছে সংস্থা?

৩)সার্টিফিকেশনের কী অবস্থা?

এই মুহূর্তে আমরা প্রোটোটাইপ দেখাচ্ছি। কিছু দিনের মধ্যেই বিএসআই সার্টিফিকেশন আর লাইসেন্স মিলবে।

যা নিয়ে কাটল না ধোঁয়াশা- ‘কিছু দিন’ মানে কত দিন? মেলেনি জবাব।

৪) কেনার পরে সার্ভিস কী? ফোনের ক্ষতি হলে ডিসপ্লে, ব্যাটারি বা ইউএসবি পোর্ট কিনতে খরচ কেমন?

সারা দেশে আমাদের ৬৫০টা সার্ভিস সেন্টার থাকছে। বাদবাকি খরচার কথা পরে জানাবো।

যা নিয়ে কাটল না ধোঁয়াশা- রিঙ্গিং বেল কি ডিসপ্লে স্ক্রিন, ব্যাটারি বা ইউএসবি-এর ক্ষতি হলে রিপ্লেস করতে সক্ষম? যে ফোন কেনার অর্ডার নেওয়া চলছে পুরদমে, কেনই বা তার খরচা নিয়ে এখনও এত রাখঢাক?

৫) আপনাদের দাবি পার্টনারশিপ নাকি এই ফোনের এত কম দা়মের কারণ। কী ভাবে?

এটা আমাদের স্টার্টআপ প্রোজেক্ট। অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে‌।

যা নিয়ে কাটল না ধোঁয়াশা- প্রশ্নের উত্তর মেলেনি। সবাই কি লোকসানে ব্যবসা করতে এসেছেন?

আরও পড়ুন-কী ভাবে কিনবেন ২৫১ টাকার স্মার্টফোন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

freedom 251 smart phone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE