Advertisement
০২ মে ২০২৪
Optical Illusion

Optical illusion: কোনও অনুষ্ঠানে জমায়েত মানুষের ভিড়, ছবিতে যা দেখছেন তা কি সত্যি?

ছবি দেখলে মনে হচ্ছে কোনও আলোয় ভরা মঞ্চ। তার সামনে দর্শকের ভিড়।

নেটমাধ্যমে এ ধরনের ছবি ব্যাপক জনপ্রিয়তাও পায়।

নেটমাধ্যমে এ ধরনের ছবি ব্যাপক জনপ্রিয়তাও পায়। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২২ ১৬:৩৫
Share: Save:

প্রথম নজরে দেখলে মনে হবে কোনও জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠানে সমবেত জনতার ছবি। কিন্তু আসলে কি তা-ই?

সম্প্রতি এ রকমই একটি ছবি নেটমাধ্যমে বহুল পরিমাণে ভাইরাল হয়েছে। ইংল্যান্ডের গ্ল্যাস্টনবেরির বিখ্যাত সাংস্কৃতিক উৎসবের ছবি বলে মনে হতে পারে এটিকে। মঞ্চ আলোয় ভরা। তার সামনে দর্শকের ভিড়। ঠিক যেন সেই মুহূর্তেই ছবিটি তোলা।

কিন্তু এখানেই রয়েছে আশ্চর্য হওয়ার বিষয়টি। ভাল করে লক্ষ করলে বোঝা যায়, রাতের বেলায় কোনও তুলোর ক্ষেতে তুলো তোলার যন্ত্র কাজ করছিল। তার ছবিই তোলা হয়েছে। গ্ল্যাস্টনবেরি বা অন্য কোনও উৎসবের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই।

'ট্রিক ফোটোগ্রাফি' বা কায়দা করে তোলা ছবি অনেক দিনই শিল্পের পর্যায়ে উন্নীত বলে ভাবা হয়। নেটমাধ্যমে এ ধরনের ছবি ব্যাপক জনপ্রিয়তাও পায়। যে সব ছবিতে দৃষ্টিবিভ্রমের অবকাশ রয়েছে, দ্রুত ভাইরাল হয় সেগুলি। এটির ক্ষেত্রেও সেই রকমই ঘটেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Optical Illusion Viral crowd Cotton
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE