Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Things to Do on A Sunday

বিশেষ কোনও পরিকল্পনা নেই? ছুটির দিনটি কী কী ভাবে কাজে লাগাতে পারেন?

ছুটির দিনটি নিজের মতো করেই কাটাতে ভালবাসেন অনেকে। আবার অনেকেরই রবিবার নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা থাকে না। তেমন যদি হয়, সে ক্ষেত্রে এই দিনটি একটু অন্য রকম ভাবে উদ্‌যাপন করতে পারেন।

meeting with friends.

ছুটির দিনগুলিতে বন্ধুদের সঙ্গে কিন্তু জমাটি আড্ডা হতেই পারে। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ০৭:৫০
Share: Save:

ছুটির দিনে অনেকেরই নানা পরিকল্পনা থাকে। সারা সপ্তাহের ক্লান্তি কাটাতে রবিবার অনেকেই বেরিয়ে পড়েন ঘুরতে। সপ্তাহভর সময়ের অভাবে বাকি থেকে প্রয়োজনীয় কাজগুলি ছুটির দিনেই সেরে রাখেন অনেকে। সারা সপ্তাহ পরিশ্রমের পর ছুটির দিনগুলি অনেকেই কাজ রাখতে চান না। নিজের মতো করেই কাটাতে ভালবাসেন। আবার অনেকেরই রবিবার নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা থাকে না। তেমন যদি হয়, সে ক্ষেত্রে এই দিনটি একটু অন্য রকম ভাবে উদ্‌যাপন করতে পারেন।

চৈত্র সেলে ঢুঁ মেরে আসতে পারেন

জাঁকিয়ে গরম পড়ুক না পড়ুক, সেলের বাজার কিন্তু শুরু হয়ে গিয়েছে। সারা বছর কাজে লাগবে ঘরের এবং নিজের প্রয়োজনীয় জিনিসগুলি কম দামে কিনে নেওয়ার আর্দশ সময় এটি। জুতোর ফিতে থাকা ঘরে পরার পোশাক, দরকারি জিনিসগুলি কিনে নিতে পারেন। তা ছাড়া সামনেই পয়লা বৈশাখ। নববর্ষের কেনাকাটাও করে নিতে পারেন।

সিনেমা দেখে আসুন

সকালে নাকেমুখে গুঁজে অফিস বেরোনো। আবার রাত গড়ালে ক্লান্ত শরীর নিয়ে অফিস থেকে বাড়ি ফেরা। সারা সপ্তাহের এই রুটিনে কোথাও সিনেমা দেখার কোনও সুযোগ নেই। ছুটির দিনে তাই চলে যান সিনেমা দেখতে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’, ‘ঘরে ফেরার গান’, ‘ভিড়’ বাংলা এবং হিন্দি মিলিয়ে বেশ কিছু সিনেমা প্রেক্ষাগৃহে চলছে। কোনও একটি দেখে আসতে পারেন।

পছন্দের খাবার খেতে চলে যান

সারা সপ্তাহের ব্যস্ততায় আলাদা করে খেতে যাওয়ার সময় পান না অনেকেই। রবিবার কিন্তু বেরিয়ে পড়তে পারেন পছন্দের খাবারের স্বাদ নিতে। অনেকেই ছুটির দিন বাড়ির সকলের জন্য নিজে হাতে রান্না করেন। সবাই মিলে বসে একসঙ্গে খাবার খান। তেমন যদি হয়, তা হলে টুকটাক কিছু খেতে যেতে পারেন। সকালের খাবার খেতে পারেন টেরিটি বাজার থেকে। কিংবা সন্ধেবেলায় বিবেকানন্দ পার্কের ফুচকা খেয়েও ছুটির উদ্‌যাপন হতেই পারে।

বন্ধুদের সঙ্গে দেখা করে আসুন

ব্যস্ততা সম্পর্কের সুতোগুলিকে ক্রমশ আলগা করে দেয়। কলেজবেলায় যে বন্ধুদের সঙ্গে প্রতিটি বিকেল কাটাতেন, এখন তাঁদের সঙ্গে বিশেষ কথা বলারই সুযোগ পাওয়া যায় না। ছুটির দিনগুলিতে বন্ধুদের সঙ্গে কিন্তু জমাটি আড্ডা হতেই পারে। কলেজ থেকে ফেরার পথে বন্ধুদের সঙ্গে যে জায়গাগুলিতে ঘণ্টার পর ঘণ্টা কাটাতেন, সেখানেই আবার নতুন করে আড্ডার আবহ তৈরি করতে পারেন।

ফেলে আসা জায়গাগুলির কাছে ফিরলেও মন্দ হয় না

কলেজের গণ্ডি পেরিয়ে কর্মজীবনে প্রবেশ করেছেন। দায়িত্ব আর ব্যস্ততা জীবনের অনেকটা জায়গা জুড়ে গিয়েছে। অফিস থেকে ফেরার পথে কলেজপড়ুয়া ছেলেমেয়েদের দেখলে নিজের কলেজ জীবনের কথা মনে পড়ে যাওয়া অস্বাভাবিক নয়। নতুন করে পুরনো আবেগের কাছে ফিরে যেতে পারেন। গেলেই বুঝতে পারবেন সেই ক্লাসরুম, ক্যান্টিন, খেলার মাঠ আপনাকে ভোলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sunday Friends
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE