Advertisement
০৪ মে ২০২৪
Flight Delay

বিমানবন্দরে পৌঁছে যদি দেখেন বিমান দেরিতে ছাড়বে, বিরক্ত না হয়ে সময় কাজে লাগান ৩ ভাবে

নির্দিষ্ট সময়ে বিমান না উড়লে অনেকটা সময় বিমানবন্দরেই কাটাতে হয়। শুধু একরাশ বিরক্তি মনে জমিয়ে না রেখে বরং সেই সময়টা কাজে লাগান। কী কী করতে পারেন?

Image of Flight.

বিমান ছাড়়তে দেরি হলেও বিরক্ত হবেন না। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ১৯:৫৯
Share: Save:

শীতকাল পড়তেই বাঙালির বেড়াতে যাওয়ার তাগিদ দ্বিগুণ হয়। কম সময়ে গন্তব্যে পৌঁছতে বিমানে যেতেই পছন্দ করেন অনেকে। শীতে বিমানে যাওয়ার সুবিধা আছে। কিন্তু কুয়াশার কারণে বিমান উড়তে এতটা দেরি হচ্ছে যে, সেটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। নির্দিষ্ট সময়ে বিমান না উড়লে অনেকটা সময় বিমানবন্দরেই কাটাতে হয়। শুধু একরাশ বিরক্তি মনে জমিয়ে না রেখে বরং সেই সময়টা কাজে লাগান। কী কী করতে পারেন?

নিজেকে সময় দিন

মুম্বই, দিল্লি-সহ বেশ কিছু আন্তর্জাতিক বিমানবন্দরে স্পা পার্লার আছে। বিমান যদি ছাড়তে দেরি হয় তা হলে স্পা করিয়ে নিতে পারেন। ব্যস্ততম জীবনে আলাদা করে স্পা করাতে যাওয়ার সময় থাকে না। তা ছাড়া বাইরে কোথাও যাওয়ার আগে একটা স্পা করিয়ে নিলে মন্দ হয় না। তাতে সময়টাও কাটবে।

শপিং করতে পারেন

বিমানবন্দরে ছড়িয়ে-ছিটিয়ে প্রচুর দোকান আছে। বিমান ছাড়তে দেরি হলে টুকটাক কেনাকাটা সেরে নিতে পারেন। শপিং করলে অপেক্ষার ক্লান্তিও খানিকটা কেটে যাবে। আবার সময়টাও ফালতু নষ্ট হবে না।

খাবারের দোকানগুলি ঘুরে দেখা

খাদ্যরসিকদের কাছে এই কাজটি অত্যন্ত লোভনীয়। বিমানবন্দরের ভিতরে মোটামুটি খাবারের মেলা বসে। ফাঁকা সময়ে সেই দোকানগুলিতে খানিক ঢুঁ মেরে আসতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

flight Flight Delay Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE