৬৫ গ্রাম কার্বোহাইড্রেট
৬ গ্রাম প্রোটিন
১৩ গ্রাম টোটাল লিপিড
২ গ্রাম সুগার
২৭৪ কিলো ক্যালোরি শক্তি
৩৩ গ্রাম ডায়েটারি ফাইবার
খনিজ-
ক্যালসিয়াম
আয়রন
ম্যাগনেশিয়াম
ফসফরাস
পটাশিয়াম
সোডিয়াম
জিঙ্ক
ভিটামিন
বি ৬
বি ১২
সি, এ, ই, ডি, কে
থায়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন, ফোলেট।
লবঙ্গের তেলে পাওয়া যায় ফ্ল্যাভোনয়েড, হেক্সানে, মেথিলিন ক্লোরাইড, ইথানল, থাইমল, ইউজেনল ইত্যাদি।
কী কী কাজ করে লবঙ্গ-
ইউজেনল থাকায় লবঙ্গের রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ যা
হজমে সাহায্য করে
মাড়ি ব্যথা উপশম করে
রুট কেনাল থেরাপিতে কাজে আসে
মুখের দুর্গন্ধ দূর করে
সর্দি-কাশি সারায়
দাঁতে ব্যথা কমায়
ফোলা ভাব কমায়
ফুসফুসের ক্যানসারের আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয় লবঙ্গ তেল
অ্যান্টি-অক্সিড্যান্ট গুণের জন্য লিভার সুস্থ রাখে লবঙ্গ
কত ভাবে ব্যবহার করতে পারেন লবঙ্গ-
চা করার সময় জলে ফেলে দিতে পারেন একটু লবঙ্গ।
ঠান্ডা লাগলে লবঙ্গে দেওয়া জলের ভাপ নিতে পারেন।
লবঙ্গ ও তিলের তেল মিশিয়ে কপালে মাখতে পারেন। অনিদ্রা দূর হবে।
লবঙ্গ বাটার সঙ্গে মধু ও লেবু মিশিয়ে মাখলে ব্রণ-ফুসকুড়ি কমে, দাগ মোছে, মুখ উজ্জ্বল হয়। ব
আলমারিতে জামাকাপড়ের ভাঁজে এক কোণে রেখে দিন লবঙ্গ।