টম অ্যান্ড জেরি-র ‘টম’, মিকি মাউস-এর ‘প্লুটো’, ‘গুফি’ কিংবা স্কুবি ডু-র ‘স্কুবি’র মতো চরিত্রেরা বাস্তবেও আছে! চারপেয়ে সদস্যদের ছাড়া যাঁদের ঘর-সংসার অসম্পূর্ণ, তাঁরাই জানেন ওই দস্যিদের দস্যিপনা কত দূর যেতে পারে। সুযোগ পেলেই চোরা চোখে চারপাশ দেখে নিয়ে দুষ্টুমি শুরু! কেউ খানিক বৃষ্টিতে ভিজে নিল, তো কারও পা জলকাদায় মাখামাখি। তা বলে কি বর্ষায় পোষ্যকে বাড়িতেই বন্দি করে রাখবেন। তাকে নিয়ে বাইরে বেরোবেন না?
বর্ষায় জলবাহিত জীবাণু যাতে আদরের পোষ্যের ক্ষতি না করে বা জলে ভিজে যাতে তাদের ঠান্ডা না লাগে তার জন্য রয়েছে ‘পেট রেনকোট’।
আদরের পোষ্যকে নিয়ে বর্ষায় যদি একটু ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতে চান, তবে তেমনই একটি ‘পেট রেনকোট’ কিনে নিন। অনলাইন শপিং প্ল্যাটফর্মেও বিভিন্ন দামের বিভিন্ন রকমের রেনকোট পাওয়া যাচ্ছে। পোষ্যের চেহারার সঙ্গে মাননসই কোনও একটি দেখেশুনে কিনে নিতে পারেন আবার চাইলে মাপ দিয়ে বানিয়েও নিতে পারেন।
হুডেড রেন পঞ্চো : উজ্জ্বল রং বা উজ্জ্বল প্রিন্টের এই ধরনের পঞ্চো জ্যাকেটের সঙ্গে থাকে টুপি। আর বুকের কাছে চেন দিয়ে আটকানোর বন্দোবস্ত। অ্যামাজ়নে এ ধরনের জ্যাকেট বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে। ছবির জ্যাকেটটির দাম ৩ হাজার টাকা। তবে এমন পঞ্চো জ্যাকেট ৭০০ টাকাতেও পাওয়া যায়। তফাত হবে মানে এবং নকশাতেও।
কেপ জ্যাকেট: সুপারম্যানের পোশাকের পিছনে যেমন ঝুলন্ত পর্দার মতো ‘কেপ’ থাকে। এই জ্যাকেটটিও সে রকম। পেটের অংশটি পুরোপুরি ঢেকে পিঠ থেকে মুড়ে দেওয়া থাকে ওই রকম একটি কেপ, যা লেজের উপরে ঝুলে থাকে প্রায় গোটা শরীরকেই আড়াল করে। এই রেনকোটেও মাথা চাপা দেওয়ার ব্যবস্থা আছে। ছবির রেনকোটটি এটসি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ৪০০০ টাকায়।
ওভারঅল: ভাল মানের পিউ প্লাস্টিক দিয়ে তৈরি এই রেনকোট পোষ্যের গোটা শরীর ঢেকে রাখবে। বাইরে থাকবে শুধু তাদের থাবা এবং লেজ। বুকের কাছে বোতাম দিয়ে আটকানো এই বর্ষাতি দেখতে অনেকটা বর্ষায় কর্মরত ট্র্যাফিক পুলিশদের বর্ষাতির মতো। ‘কেতাদুরস্ত এবং ওজনদার’— নিঃসন্দেহে।
হুডেড কেপ: এটি জ্যাকেট নয়, শুধু কেপ। তবে এই নকশাটি বিদেশের একটি ওয়েবসাইট ছাড়া আর কোথাও পাওয়া যাচ্ছে না। পোষ্যকে সাজানোর শখ থাকলে অবশ্য এমন একটি রেনকোট জলরোধক কাপড় দিয়ে বানিয়েও নিতে পারেন।
গ্রাফিক রেনকোট: গ্রাফিক টি-শার্টে জোরালো বার্তা দিয়ে ‘কুল’ সাজেন আপনি। আপনার পোষ্যর বর্ষাতিতেও থাকুক আপনারই রসবোধের ছাপ। ছবির রেনকোটটির দাম অ্যামাজনে ১৪০০ টাকা।
ফিশারম্যান রেনকোট: ফিশারম্যান জ্যাকেট মনুষ্যজগতে ফ্যাশনেবল। প্রাণীজগতেই বা হতে আপত্তি কোথায়! আদরের বিড়ালের জন্য কিনতে পারেন এমন একটি বর্ষাতি। ছবির বর্ষাতিটির দাম সাড়ে ৩ হাজার টাকা।
রেন জাম্পস্যুট: পায়ের পাতা থেকে নাকের ডগা পর্যন্ত ঢাকা। অর্থাৎ, বর্ষায় এই বর্ষাতি পরিয়ে পোষ্যকে নিয়ে মর্নিংওয়াক করতে বোরোলেও তার পা ময়লা হওয়ার চিন্তা নেই। উপরন্তু দেখতে যাতে অসুবিধা না হয়, সে জন্য চোখের সামনে দেওয়া স্বচ্ছ প্লাস্টিকের পরত। এই রেনকোট অ্যামাজ়নে পাওয়া যাচ্ছে ২৯৮৯ টাকা।
ফুল কভারেজ রেনকোট: শুধু পায়ের পাতা ছাড়া বাকিটা ঢাকাই থাকে। এই ধরনের বর্ষাতি দেখতে যেমন ভাল, তেমন পোষ্যকে বৃষ্টি থেকে পুরোপুরি বাঁচানোর জন্যও কার্যকরী। নানা রঙের এমন বর্ষাতি অনলাইনে পাওয়া যাচ্ছে ১৫০০ টাকা থেকে।