Advertisement
E-Paper

মা সুধাকে নিয়ে গল্প বললেন স্ত্রী অক্ষতা, জয়পুরে হাজির ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী সুনক

জয়পুরের সাহিত্যসভায় যোগ দিতে এসেছেন নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এসথার ডুফ্লো, আছেন বলিউডের অমল পালেকর, জাভেদ আখতার। সেখানেই শনিবার সপরিবার উপস্থিত হলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৯
জয়পুরে সাহিত্যসভায় ঋষি সুনক, সপরিবার নারায়ণ মূর্তি।

জয়পুরে সাহিত্যসভায় ঋষি সুনক, সপরিবার নারায়ণ মূর্তি। ছবি: এক্স।

মা-মেয়ের সম্পর্ক কেমন, তা শোনার ইচ্ছা অনেকেরই ছিল। কারণ, তাঁরা আর পাঁচজন নন। সেই মা হলেন সুধা মূর্তি। রাজ্যসভার সদস্যা, পরিচিত লেখিকা। আর কন্যার নাম অক্ষতা মূর্তি। ইনফোসিস-কর্তা নারায়ণ মূর্তি ও সুধার কন্যা তো বটেই, সঙ্গে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী। জয়পুর সব মিলে সরগরম ছিলই। তার মধ্যে সুসম্পর্কের নিদর্শন দিল ঋষির আগমন।

মঞ্চে মা-মেয়ের সম্পর্কের কথা হলেও, চর্চা বাড়ল পারিবারিক মিলমিশ নিয়েই। ঋষির শ্বশুরমশাই নারায়ণও উপস্থিত ছিলেন ‘জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল’-এর সে অনুষ্ঠানে। ফলে মঞ্চের উপরে যা আলোচনা, তা তো হলই, কিন্তু তার চেয়েও অনেক বেশি গল্প জমল দর্শকাসনে বসে যাঁরা, তাঁদের নিয়ে।

জয়পুরের এই সাহিত্যসভায় আসেন নোবেলজয়ী, বুকার পুরস্কারপ্রাপ্ত থেকে শুরু করে রাজনীতি, কূটনীতি, খেলা, বিনোদন— নানা ক্ষেত্রের চর্চিত জনেরা। এ বছরেও সমাগম তেমনটিই। তার মধ্যে হঠাৎই সুনকের আগমন।

(বাঁদিকে) ঋষি সুনক এবং নারায়ণ মূর্তি (ডান দিকে)।

(বাঁদিকে) ঋষি সুনক এবং নারায়ণ মূর্তি (ডান দিকে)। ছবি: ইনস্টাগ্রাম।

মঞ্চে উঠে জাভেদ আখতারের পা ছুঁয়ে প্রণাম করেন সুধা। সেই ভিডিয়ো দাবানলের মতো ছড়াতে থাকে। পারিবারিক সংস্কৃতির প্রসঙ্গও ছড়ায় তার সঙ্গে। এর মধ্যে শনিবার সকালে শাশুড়ি ও স্ত্রীর কথপোকথনের আগে স্বয়ং ঋষি হাজির হওয়ায় সেই চর্চা আরও দীর্ঘ হয়। শ্বশুরমশাইয়ের পাশে বসে তখন ঋষি শোনেন সুধাকে নিয়ে কন্যা অক্ষতার বলা নানা কথা।

Sudha Murthy Akshata Murthy Narayana Murthy Jaipur Literature Festival
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy