Advertisement
২৩ অক্টোবর ২০২৪
COVID-19 protocols

ঘরে বসেও মানতে হবে করোনা-বিধি, কোন দিকে খেয়াল রাখবেন

যখন-তখন মুখ-চোখে হাত দেবেন না। বাড়িতে থাকলেও নয়। হাত পরিষ্কার করে নিয়ে তবে মুখে হাত দেওয়া

এমন করোনা পরিস্থিতিতে ঘর পরিষ্কার রাখা জরুরি।

এমন করোনা পরিস্থিতিতে ঘর পরিষ্কার রাখা জরুরি। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০২১ ২২:৩৫
Share: Save:

খাবার থেকে কি করোনা ছড়াতে পারে? জামাকাপড় কী ভাবে পরিষ্কার করলে দূরে রাখা যাবে ভাইরাস? এমন নানা প্রশ্ন ঘুরপাক খায় মনের মধ্যে। এর চেয়েও কি জরুরি অন্য কোনও দিকে মন দেওয়া? চিকিৎসকেরা জানাচ্ছেন, নিজেকে এবং ঘরের বিভিন্ন কোণ পরিচ্ছন্ন রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সময়ে। কারণ, ভাইরাস ছড়াচ্ছে মূলত মুখ-নাক থেকে বেরোনো হাঁচি-কাশির ফোঁটার মাধ্যমে। তা যেখানে লেগে থাকবে, সেখানে হাত দিলেও ভাইরাস এক জনের থেকে আর এক জনের কাছে পৌঁছতে পারে।

কয়েকটি দিকে বিশেষ ভাবে নজর দিতে বলছেন বিশেষজ্ঞেরা। যাতে পরিবারের সকলেই সুস্থ থাকেন এই অতিমারির আবহে। যেমন—

১) যখন-তখন মুখ-চোখে হাত দেবেন না। বাড়িতে থাকলেও নয়। হাত পরিষ্কার করে নিয়ে তবে মুখে হাত দেওয়া

২) হাঁচি বা কাশির সময়ে হাত দিয়ে মুখ ঢাকলে, সঙ্গে সঙ্গে হাত ধুতে হবে সাবান দিয়ে

৩) যদি খেয়াল না করে হাত দিয়ে দেন কোনও জায়গায়, তবে সেই জায়গাটিও পরিষ্কার করুন

৪) বাইরের লোক আসছে, জিনিসও আসছে বাইরে থেকে। এমন ক্ষেত্রে গোটা বাড়ি সপ্তাহে একবার স্যানিটাইজ করা ভাল

৫) মেঝেও সাফ রাখতে হবে, যাতে বাড়ির শিশুরা নীচে বসে খেললেও থাকে সুরক্ষিত

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE