এ যেন কল্পবিজ্ঞানের পাতা থেকে উঠে আসা এক শহর! ১৭০ কিলোমিটার দীর্ঘ দুটি সমান্তরাল অট্টালিকা। আর তাতেই থাকবেন ৯০ লক্ষ মানুষ। এমনই একটি শহর তাঁরা নির্মাণ করতে চলেছেন বলে দাবি সৌদি আরবের। তাদের দাবি, এই শহরটি ‘পৃথিবীর প্রথম মাধ্যাকর্ষণহীন শহর’ হবে, ‘থাকবে না কোনও দূষণ, চলবে না কোনও গাড়িও’।