Advertisement
০৩ ডিসেম্বর ২০২২
selfie

আজ জাতীয় নিজস্বী দিবস! নিজস্বী নিয়ে এসব তথ্য জানতেন?

২১ জুন, জাতীয় নিজস্বী দিবসে জেনে নিন নিজস্বী নিয়ে নানা মজার তথ্য, সঙ্গে নিজস্বী তোলার ঠিক নিয়মও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ জুন ২০১৮ ১৩:৪৫
Share: Save:
০১ ০৮
যখন-তখন নিজস্বী তোলার ঝোঁক আছে? বন্ধু কিংবা সহকর্মীদের সঙ্গে সময় কাটালেই মাথায় ঝিলিক মারে নিজস্বী-র হুজুগ? তা হলে ২১ জুন, জাতীয় নিজস্বী দিবসে জেনে নিন নিজস্বী নিয়ে নানা মজার তথ্য, সঙ্গে নিজস্বী তোলার ঠিক নিয়মও। ছবি: পিক্সঅ্যাবে

যখন-তখন নিজস্বী তোলার ঝোঁক আছে? বন্ধু কিংবা সহকর্মীদের সঙ্গে সময় কাটালেই মাথায় ঝিলিক মারে নিজস্বী-র হুজুগ? তা হলে ২১ জুন, জাতীয় নিজস্বী দিবসে জেনে নিন নিজস্বী নিয়ে নানা মজার তথ্য, সঙ্গে নিজস্বী তোলার ঠিক নিয়মও। ছবি: পিক্সঅ্যাবে

০২ ০৮
১৮৩৯-এ ওঠে প্রথম নিজস্বী: সুতরাং বুঝতেই পারছেন, বিষয়টা মোটেই নতুন নয়। তবে ‘নিজস্বী’ শব্দের ব্যবহার তখন ছিল না। আমেরিকার চিত্রগ্রাহক রবার্ট কর্নেলিউস বিশ্বে প্রথম নিজস্বী তোলেন। লিখে রাখেন, ‘দ্য ফার্স্ট লাইট পিকচার এভার টেকেন’।

১৮৩৯-এ ওঠে প্রথম নিজস্বী: সুতরাং বুঝতেই পারছেন, বিষয়টা মোটেই নতুন নয়। তবে ‘নিজস্বী’ শব্দের ব্যবহার তখন ছিল না। আমেরিকার চিত্রগ্রাহক রবার্ট কর্নেলিউস বিশ্বে প্রথম নিজস্বী তোলেন। লিখে রাখেন, ‘দ্য ফার্স্ট লাইট পিকচার এভার টেকেন’।

০৩ ০৮
‘সেলফি’ শব্দের উদ্ভব:  জানলে অবাক হবেন এই শব্দটি প্রথম ব্যবহার করেন অস্ট্রেলিয়ার অধিবাসী নাথান হোপ। মজার ব্যাপার হল, নিজস্বী তোলার সময় তিনি ছিলেন মদ্যপ। ঝাপসা হয়ে যাওয়া খারাপ তোলা ছবিটি ইন্টারনেট ফোরামে পোস্ট করেন তাতে ‘সেলফি’ শব্দের উল্লেখ করেন। যদিও তাঁর দাবি, শব্দটি ‘স্ল্যাং’ হিসেবেই ব্যবহার করেন তিনি।

‘সেলফি’ শব্দের উদ্ভব: জানলে অবাক হবেন এই শব্দটি প্রথম ব্যবহার করেন অস্ট্রেলিয়ার অধিবাসী নাথান হোপ। মজার ব্যাপার হল, নিজস্বী তোলার সময় তিনি ছিলেন মদ্যপ। ঝাপসা হয়ে যাওয়া খারাপ তোলা ছবিটি ইন্টারনেট ফোরামে পোস্ট করেন তাতে ‘সেলফি’ শব্দের উল্লেখ করেন। যদিও তাঁর দাবি, শব্দটি ‘স্ল্যাং’ হিসেবেই ব্যবহার করেন তিনি।

০৪ ০৮
ওয়ার্ড অফ দ্য ইয়ার: অক্সফোর্ড ইংরেজি অভিধানের মতে, ২০১৩ সালে ‘নিজস্বী’ হয়ে ওঠে বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ। এর কিছু দিন পর অক্সফোর্ডের অনলাইন অভিধানেও ঠাঁই পায় এই শব্দ।

ওয়ার্ড অফ দ্য ইয়ার: অক্সফোর্ড ইংরেজি অভিধানের মতে, ২০১৩ সালে ‘নিজস্বী’ হয়ে ওঠে বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ। এর কিছু দিন পর অক্সফোর্ডের অনলাইন অভিধানেও ঠাঁই পায় এই শব্দ।

০৫ ০৮
মহাকাশে নিজস্বী: জল-স্থল ছাড়িয়ে নিজস্বী তার পাখা মেলেছে  মহাকাশেও। তা-ও অনেক আগেই। সেই ১৯৬৬ সালে। মার্কিনী জ্যোতির্বিজ্ঞানী বাজ় অলড্রিন পৃথিবীকে ব্যাকগ্রাউন্ড করে এই ছবি তোলেন। সঙ্গে ছিলেন তাঁর দুই সহকর্মীও। মহাকাশে নিজেদের কেমন দেখাচ্ছে— তা জানতেই এই ছবি বলে দাবি করেন তিনি। ছবি: সাটারস্টক।

মহাকাশে নিজস্বী: জল-স্থল ছাড়িয়ে নিজস্বী তার পাখা মেলেছে মহাকাশেও। তা-ও অনেক আগেই। সেই ১৯৬৬ সালে। মার্কিনী জ্যোতির্বিজ্ঞানী বাজ় অলড্রিন পৃথিবীকে ব্যাকগ্রাউন্ড করে এই ছবি তোলেন। সঙ্গে ছিলেন তাঁর দুই সহকর্মীও। মহাকাশে নিজেদের কেমন দেখাচ্ছে— তা জানতেই এই ছবি বলে দাবি করেন তিনি। ছবি: সাটারস্টক।

০৬ ০৮
নিজস্বী তোলার সেরা ১০ জায়গা: আইফেল টাওয়ার, প্যারিস। 
• ডিজনি ওয়ার্ল্ড, ফ্লোরিডা। 
• বুর্জ খলিফা, দুবাই। 
• বিগ বেন, লন্ডন। 
• এম্পায়ার স্টেট বিল্ডিং, নিউ ইয়র্ক।
• সাগরাদা ফামিলিয়া, বার্সেলোনা
• ডিজনিল্যান্ড, প্যারিস। কলোসিয়াম, রোম।
• টপ অফ দ্য রক, নিউ ইয়র্ক।
• লন্ডন ব্রিজ, লন্ডন।

নিজস্বী তোলার সেরা ১০ জায়গা: আইফেল টাওয়ার, প্যারিস। • ডিজনি ওয়ার্ল্ড, ফ্লোরিডা। • বুর্জ খলিফা, দুবাই। • বিগ বেন, লন্ডন। • এম্পায়ার স্টেট বিল্ডিং, নিউ ইয়র্ক। • সাগরাদা ফামিলিয়া, বার্সেলোনা • ডিজনিল্যান্ড, প্যারিস। কলোসিয়াম, রোম। • টপ অফ দ্য রক, নিউ ইয়র্ক। • লন্ডন ব্রিজ, লন্ডন।

০৭ ০৮
সেরা ২৫-এ নিজস্বী স্টিক: ‘টাইম ম্যাগাজিন’-এর সমীক্ষায় উঠে এসেছিল এই চমকপ্রদ তথ্য। ২০১৪-র সেরা ২৫ আবিষ্কারের মধ্যে ঠাঁই পায় নিজস্বী স্টিক। বিশ্বে এর ব্যবহার আর চাহিদা দেখলেই অবশ্য তা মালুম হয়। বিশ্ব জুড়ে নানা দোকান এমনকী, অনলাইনেও সহজেই কেনা যায় নিজস্বী স্টিক। ছবি: পিক্সঅ্যাবে।

সেরা ২৫-এ নিজস্বী স্টিক: ‘টাইম ম্যাগাজিন’-এর সমীক্ষায় উঠে এসেছিল এই চমকপ্রদ তথ্য। ২০১৪-র সেরা ২৫ আবিষ্কারের মধ্যে ঠাঁই পায় নিজস্বী স্টিক। বিশ্বে এর ব্যবহার আর চাহিদা দেখলেই অবশ্য তা মালুম হয়। বিশ্ব জুড়ে নানা দোকান এমনকী, অনলাইনেও সহজেই কেনা যায় নিজস্বী স্টিক। ছবি: পিক্সঅ্যাবে।

০৮ ০৮
নিজস্বী তোলার নিয়ম: ভাল নিজস্বী তুলতে হলে মানতেই হবে মূল কিছু নিয়ম। 
• চেহারার কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে সবচেয়ে বেশি ভাল লাগে, সেই বুঝেই তুলুন নিজস্বী। 
• ছবির ব্যাকগ্রাউন্ডকে অবহেলা করবেন না। একটি নিজস্বী-কে সুন্দর করে তুলতে তার ব্যাকগ্রাউন্ডের ভূমিকা খুব জরুরি।
• ছবির খুঁত ঢাকতে ব্যবহার করুন ইনস্টাগ্রামের ফিল্টার এফেক্ট।

নিজস্বী তোলার নিয়ম: ভাল নিজস্বী তুলতে হলে মানতেই হবে মূল কিছু নিয়ম। • চেহারার কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে সবচেয়ে বেশি ভাল লাগে, সেই বুঝেই তুলুন নিজস্বী। • ছবির ব্যাকগ্রাউন্ডকে অবহেলা করবেন না। একটি নিজস্বী-কে সুন্দর করে তুলতে তার ব্যাকগ্রাউন্ডের ভূমিকা খুব জরুরি। • ছবির খুঁত ঢাকতে ব্যবহার করুন ইনস্টাগ্রামের ফিল্টার এফেক্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.