Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Lifestyle News

কোথায় রাখবেন ডিম? ফ্রিজে না বাইরে?

ব্রেকফাস্টে ডিমের থেকে বেশি স্বাস্থ্যকর খাবার আর কী বা হতে পারে? শুধু ব্রেকফাস্টে নয়, দুপুরে ডিমের ঝোল দিয়ে ভাতও বাঙালিদের প্রিয়। আসলে ডিম এমনই এক খাবার যা শুধু পুষ্টিগুণেই নয়, স্বাদগুণেও জায়গা করে নিয়েছে বিশ্বের সব দেশের হেঁশেলেই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ মে ২০১৭ ১৭:১১
Share: Save:

ব্রেকফাস্টে ডিমের থেকে বেশি স্বাস্থ্যকর খাবার আর কী বা হতে পারে? শুধু ব্রেকফাস্টে নয়, দুপুরে ডিমের ঝোল দিয়ে ভাতও বাঙালিদের প্রিয়। আসলে ডিম এমনই এক খাবার যা শুধু পুষ্টিগুণেই নয়, স্বাদগুণেও জায়গা করে নিয়েছে বিশ্বের সব দেশের হেঁশেলেই। প্রায় সব বাড়িতেই ১-২ ডজন ডিম একসঙ্গে কেনা হয়। ডিম বেশি দিন ভাল রাখতে ফ্রিজে রাখা উচিত, না ফ্রিজের বাইরে রাখা উচিত তা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। কোনও বাড়িতে ডিম রান্নাঘরেই রাখা হয়, কোনও বাড়িতে ডিম ফ্রিজে রাখা রেওয়াজ। জেনে নিন ডিম কোন ভাবে রাখলে কী উপকার।

মুরগির খাদ্যনালীতে সালমোনেল্লা ব্যাক্টেরিয়ার সংক্রমণ হয়। যে ব্যাক্টেরিয়া ডিমেও প্রবেশ করতে পারে। খাবারে বিষক্রিয়ার অন্যতম কারণ এই ব্যাক্টেরিয়া। যত দিন পশু-পাখিদের খাদ্যনালীতে এই ব্যাকটেরিয়া থাকে তত দিন তা ক্ষতিকারক নয়। কিন্তু খাবারে পৌঁছলে তা ক্ষতিকারক হয়ে উঠতে পারে।

কেন রেফ্রিজারেটরে রাখা হয়

১। ফ্রিজে রাখলে ব্যাক্টেরিয়া সম্পূর্ণ না মরলেও এর প্রকোপ কমিয়ে দেয়। ফলে ডিম খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিও কম থাকে।

২। ফ্রিজে রাখার ফলে ব্যাক্টেরিয়া ডিমের খোলস ভেদ করে ভিতরে ঢুকতে পারে না।

৩। দেরি করে পচন ধরে। ফলে বেশি দিন ভাল রাখা যায় ডিম।

ঘরের তাপমাত্রা

ইউরোপের দেশগুলোতে ডিম ফ্রিজের বাইরেই রাখা হয়। এই দেশগুলোয় ডিম স্টেরিলাইজ করা হয় না। কিউটিকল সমেত রাখা হয়। ফলে ব্যাক্টেরিয়া সংক্রমণ হতে পারে না। ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটির ভাইস প্রেসিডেন্ট সন্দীপ মেটা জানাচ্ছেন, আমাদের দেশেও ডিম স্টেরিলাইজ করা হয় না। লেয়ার ফার্মিং পদ্ধতিতে মুরগিগুলো নিষিক্ত করা হয় না। ফলে সালমোনেল্লা ব্যাক্টেরিয়া সংক্রমণের ঝুঁকি ০.১ শতাংশ। যতটুকু সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে তা ডিম সিদ্ধ করলে চলে যায়।

ফ্রিজে রাখার অসুবিধা

ফ্রিজে ডিম যদি অন্যান্য খাবারের সংস্পর্শে থাকে তা হলে ডিম থেকে অন্য খাবার বিষাক্ত হতে পারে। যে কারণে অধিকাংশ ফ্রিজেই দরজার গায়ে আলাদা ডিম রাখার র‌্যাক থাকে। তবে বার বার দরজা খোলার ফলে তাপমাত্রার তারতম্যের জন্য ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে। তাই ডিম ফ্রিজের ভিতরে আলাদা করে ভাল ভাবে রাখা উচিত।

আরও পড়ুন: কোন ডিমটা সুস্থ মুরগির বলুন তো?

স্টোরেজ

ভারতে ডিম ভাল রাখার জন্য ফ্রিজে রাখাই শ্রেয়। শীতকালে ঘরের তাপমাত্রায় ৭-৮ দিন পর্যন্ত ডিম ভাল থাকলেও গরমকালে ৩-৪ দিনের বেশি ভাল রাখা যায় না। যদি তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেন্টিগ্রেডের উপর চলে যায় তা হলে ৪ দিন পর থেকেই ডিমে পচন ধরতে শুরু করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Eggs Regrigerator Chicken
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE