ত্বক ভাল রাখতে প্রাকৃতিক টোনারের কাজ করে গোলাপ জল। রূপচর্চায় টোনিংয়ের জন্য তাই গোলাপজল ব্যবহার করেন না, এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু গোলাপ জল ছাড়াও যে সব প্রাকৃতিক টোনার আমাদের হাতের নাগালেই রয়েছে, সেগুলি সম্পর্কেও জেনে রাখা জরুরি। এই সব টোনারের গুণও কম নয়। ধরা যাক, গোলাপ জল পাচ্ছেন না কিংবা গোলাপ জল ছাড়াও অন্য টোনার ব্যবহার করতে চান, তা হলে কী করবেন? রইল কিছু টোনারের হদিশ।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেলের নানা উপকারিতার কথা আমরা সকলেই জানি, কিন্তু জানেন কি টোনার হিসেবেও এটি যথেষ্ট ভাল! অ্যালোভেরা জেল ত্বককে উজ্জ্বল করে এবং ব্রণর সমস্যা থেকেও মুক্তি দেয়। যাদের ত্বক বেশ রুক্ষ, তারা ত্বকে আর্দ্রভাব আনার জন্য টোনার হিসেবে এটি ব্যবহার করতে পারেন।