Advertisement
০৪ অক্টোবর ২০২৪
facial

ফেসিয়ালের পর এ সব কৌশল মেনে চললে তবেই জেল্লা দীর্ঘস্থায়ী হবে

জানেন কি, কোন কোন কৌশলে ফেসিয়ালের জেল্লা দীর্ঘ দিন ধরে রাখতে পারবেন ত্বকে? দেখে নিন সে সব।

ফেসিয়ালের জেল্লা ধরে রাখতে কিছু কৌশল অবলম্বন করুন। ছবি: শাটারস্টক।

ফেসিয়ালের জেল্লা ধরে রাখতে কিছু কৌশল অবলম্বন করুন। ছবি: শাটারস্টক।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৮
Share: Save:

ত্বক পরিচর্যার অন্যতম উপায় ফেসিয়াল। ত্বকের ময়লা দূর করতে, মৃত কোষ ঝরাতে, ত্বকের জেল্লা ফেরাতেও ফেসিয়াল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কেবল ফেসিয়াল করলেই হয় না। ত্বককে ভাল রাখতে ফেসিয়ালের পরেও কিছু কৌশল অবলম্বন করতে হয়।

অনেকেই এই সব কৌশল অবলম্বন করেন না। তাই ফেসিয়ালের পরেও ত্বক সেই জেল্লা দিনের পর দিন ধরে রাখতে পারে না। রূপবিশেষজ্ঞ শর্মিলা সিংহ ফ্লোরার মতে, ‘‘ফেসিয়ালে রোমকূপ খুলে যায়, ত্বক ভিতর থেকে পরিষ্কার হয়, ফেসিয়ালের মাধ্যমে ত্বকে অক্সিজেনও পৌঁছয়। তাই মাসে অন্তত একটা ফেসিয়াল করা খুবই জরুরি। কিন্তু ফেসিয়ালের পরেও কিছু যত্ন অধরা রেখে দিই আমরা। সে দিকে নজর দিলে ত্বক আরও সুন্দর হয়।’’

জানেন কি, কোন কোন কৌশলে ফেসিয়ালের জেল্লা দীর্ঘ দিন ধরে রাখতে পারবেন ত্বকে? দেখে নিন সে সব।

আরও পড়ুন: আপনি বা কাছের কেউ ক্যানসারে আক্রান্ত? কী ভাবে মানসিক লড়াই চালাবেন এই অসুখের সঙ্গে?

ফেসিয়ালের পর ঘুমিয়ে নিলে ত্বকে আরও ভাল বসে রূপচর্চা।

ফেসিয়ালের পর যত আরামে থাকবেন, যত মানসিক উদ্বেগমুক্ত থাকবেন ততই উপকার পাবেন। ফেসিয়ালের পর চেষ্টা করুন গ্রিন টি, মধু বা লেবু জল খান, এতে শরীরের টক্সিন দূর হবে। ফেসিয়ালের পর মেক আপ করবেন না। এতে ত্বকের রোমকূপ ফের বন্ধ হয়েযায়। ফেসিয়াল করলে রোমকূপ খুলে যায়, ত্বকে অক্সিজেন যায়। সেটাই বজায় রাখুন অন্তত একটা দিন। চেষ্টা করুন রাতে ফেসিয়াল করতে। ফেসিয়ালের পরেই পার্লার থেকে বেরিয়ে রোদ লাগাবেন না। দূরে থাকুন প্রাকৃতিক দূষণ থেকেও।

আরও পড়ুন: এই সব জিনিস ওয়াশিং মেশিনেও কাচা যায়! জানেতেন?

​পারলে বাড়ি ফিরে এক ঘণ্টা ঘুমিয়ে নিন। এতে ত্বক আরাম পাবে, ফেসিয়ালের ফল পাবেন হাতেনাতে। ফেসিয়াল করার পর হালকা গরম জলে স্নান করে নিন। এতে মানসিক তৃপ্তি আসবে। শরীরের পেশি ও স্নায়ুরাও আরাম পাবে। তবে মুখ ধোবেন ঠান্ডা জলেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Beauty Tips Facial Fashion Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE