সন্তান বয়ঃসন্ধিতে পৌঁছলে তার পরিবর্তিত স্বভাবের সঙ্গে খাপ খাওয়াতে অনেক সময়ই অসুবিধা হয় অভিভাবকদের। কোনও কোনও পরিবারে অভিভাবকের সঙ্গে সন্তানের মতের অমিল শুরু হয়। দ্বন্দ্ব দূরে রাখতে এই সময় এড়িয়ে চলুন বিশেষ কিছু কথা— যা শুনলে সন্তানের মনে হীনম্মন্যতা আসে, দূরত্ব বাড়ে। দেখে নিন সে সব কী কী। ছবি: শাটারস্টক।
বন্ধুদের দেখে শেখ বা পাশের বাড়ির অমুককে দেখ! এমন কিছু তুলনা কি রাগের মাথায় করে বসেন সন্তানের সামনে? এমনিতে এই সব তুলনা কোনও সময়ই ভাল নয়। আর সে বয়ঃসন্ধিতে দাঁড়িয়ে থাকলে তা আরও ক্ষতিকারক। এ সময় সন্তানের মনেরও কিছু পরিবর্তন আসে। নিকটজনের থেকে এমন তুলনা তাকে হতাশাগ্রস্ত করে খিটখিটে করে তোলে। ছবি: শাটারস্টক।