Advertisement
২৩ এপ্রিল ২০২৪
SD Card

সবচেয়ে দ্রুতগতির মেমরি কার্ড আনছে সোনি

এসএফ-জি সিরিজের নতুন মেমরি কার্ড নিয়ে আসছে সোনি। সংস্থার দাবি, এটাই বিশ্বের দ্রুততম মেমরি কার্ড। সোনির নতুন এসডি কার্ড (সিকিউর ডিজিটাল কার্ড) প্রতি সেকেন্ডে ২৯৯ মেগা বাইট পর্যন্ত ফাইল ট্রান্সফার করতে পারবে বলে দাবি। এসডি কার্ডটি মিলবে ৩২জিবি, ৬৪ জিবি এবং ১২৮ জিবি স্পেস পর্যন্ত।

এটাই বিশ্বের দ্রুততম মেমরি কার্ড!

এটাই বিশ্বের দ্রুততম মেমরি কার্ড!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৩২
Share: Save:

এসএফ-জি সিরিজের নতুন মেমরি কার্ড নিয়ে আসছে সোনি। সংস্থার দাবি, এটাই বিশ্বের দ্রুততম মেমরি কার্ড। সোনির নতুন এসডি কার্ড (সিকিউর ডিজিটাল কার্ড) প্রতি সেকেন্ডে ২৯৯ মেগা বাইট পর্যন্ত ফাইল ট্রান্সফার করতে পারবে বলে দাবি। এসডি কার্ডটি মিলবে ৩২জিবি, ৬৪ জিবি এবং ১২৮ জিবি স্পেস পর্যন্ত।

একটি টেক ওয়েবসাইট খবর অনুযায়ী, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে এই মেমরি কার্ডটি। যদিও কার্ডটির দাম এবং লঞ্চ হওয়া নিয়ে সোনির তরফ থেকে কোনও তথ্য জানা যায়নি।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারকে টক্কর দিতে ভারতের বাজারে আসছে স্কাইপ লাইট

এসএফ-জি সিরিজের এই মেমরি কার্ড প্রফেশনাল ফোটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের কাজ অনেকটা সুবিধা করে দেবে বলে একটি ব্লগে জানিয়েছে সোনি সংস্থা। সংস্থার আরও দাবি, ইউএইচএস-টু সার্পোট ক্যামেরায় শুট করার সময় অনেক বেশি হাই রেজোলিউশনে ছবি স্টোর করা যাবে। মেমরি কার্ড থেকে কম্পিউটারে ফাইল আদান প্রদান কয়েক সেকেন্ডে করা যাবে বলে জানানো হয়েছে ওই ব্লগে। এ ছাড়াও অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই মেমরি কার্ডটি জলে বা অতিরিক্ত তাপে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম বলে দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SD Card Memory Card Photography Camera
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE