বিয়ে নিয়ে কম বেশি উদ্বিগ্ন আমরা সকলেই থাকি। পার্টনার ঠিক কেমন হবেন? তাঁর পছন্দ-অপছন্দ সব কিছু আগে থেকে জানা থাকলে কিন্তু বিয়ে পরবর্তী জটিলতা থেকে অনেকটাই মুক্ত থাকা যায়। তার জন্য পার্টনারের সঙ্গে আগাম কিছু আলোচনা করা জরুরি। সম্পর্ক মসৃণ করে তুলতে এমন কিছু প্রশ্ন করতে পারেন পার্টনারকে। এতে পার্টনারের পছন্দ-অপছন্দ নিয়ে অনেকটাই ধারণা হবে।
সম্পর্কে অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর যৌন জীবন। তাই পার্টনারের সঙ্গে এ বিষয়ে খোলাখুলি আলোচনা করে নিন। পার্টনারকে জিজ্ঞাসা করতে পারেন, তাঁর কাছে মনোগ্যামির অর্থ কী? বা তিনি অনলাইন সেক্স, চ্যাট-এ অভ্যস্ত কি না? বা তাঁর যৌন তৃপ্তি নিয়ে। অবশ্যই খেয়াল রাখবেন এই প্রশ্নগুলো করার সময় আপনার পার্টনার যেন কোনওভাবে অপ্রস্তুত অনুভব না করেন। তা না হলে হিতে বিপরীত হতে পারে। আপনার থেকে অনেক কিছুই লুকিয়ে যেতে পারেন তিনি।