Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Lifestyle News

রোগা মানুষরা সাবধান, বাড়ছে ডায়াবেটিসের প্রকোপ

সারা বিশ্বে ক্রমশ বেড়ে চলা ডায়বেটিসের প্রকোপে আশঙ্কার কারণ দেখছেন গবেষকরা। এত দিন পর্যন্ত অতিরিক্ত ওজনকে ডায়াবেটিসের অন্যতম কারণ মনে করা হলেও চিকিত্সকরা জানাচ্ছেন, সারা বিশ্বে রোগা মানুষদের মধ্যেও ক্রমশ প্রকোপ বাড়ছে ডায়াবেটিসের।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৬ ১৭:২২
Share: Save:

সারা বিশ্বে ক্রমশ বেড়ে চলা ডায়বেটিসের প্রকোপে আশঙ্কার কারণ দেখছেন গবেষকরা। এত দিন পর্যন্ত অতিরিক্ত ওজনকে ডায়াবেটিসের অন্যতম কারণ মনে করা হলেও চিকিত্সকরা জানাচ্ছেন, সারা বিশ্বে রোগা মানুষদের মধ্যেও ক্রমশ প্রকোপ বাড়ছে ডায়াবেটিসের।

সেল মেটাবলিজম অনলাইন জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে শরীরে সেরামিডস নামক টক্সিক ফ্যাট কোষ থাকলে শরীরে স্বাভাবিক ফ্যাটের কার্যকারিতা কমে যায়। এই সেরামিডস শরীরে ইনসুলিন তৈরি হতে দেয় না। কিছু কিছু রোগা মানুষের শরীরে ক্যালোরি সহজে সেরামিডসে পরিণত হতে পারে। যার ফলে তারা ডায়াবেটিসে আক্রান্ত পারেন। এই গবেষণার মুখ্য গবেষক মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ ইউনিভার্সিটির অ্যাসিসট্যান্ট ভগীরথ চৌরাসিয়া জানান, কিছু রোগা মানুষের শরীরে বংশগত কারণে সেরামিডস ক্ষরণ হয় যার ফলে তারা ডায়াবেটিস, ফ্যাটি লিভারের মতো রোগ আক্রান্ত হন।

আরও পড়ুন: বাবা, মায়ের যে ৭ ভুল সন্তানদের সফল হতে দেয় না

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Diabetes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE